- প্রচ্ছদ
-
- অপরাধ
- টাঙ্গাইলে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার ২
প্রকাশ: ৯ মে, ২০২১ ৫:৩০ অপরাহ্ণ
মোহাম্মদ শরীফুল ইসলাম:- টাঙ্গাইলের কালিহাতীতে দেশীয় চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।রোববার (৯ মে) সকালে উপজেলার ছাতিহাটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছাতিহাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৬০) এবং একই গ্রামের সোনা মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৫১)। এসময় তাদের কাছ থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি ৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে কালিহাতি থানায় মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
20 20