আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪৬
মোহাম্মদ শরীফুল ইসলাম:- পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় টাঙ্গাইলের নয়টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ছয়টি ইটভাটার চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী তিন উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর মধ্যে ঘাটাইলের মিশাল ব্রিকস মালিককে ২ লাখ, স্বর্ণা ব্রিকস-২, সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে; কালিহাতী উপজেলার স্বর্ণা ব্রিকস ও একুশে ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা করে এবং ভূঞাপুর উপজেলার কবির ব্রিকস, এসটিআর ব্রিকস, আঁখি ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |