আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫৪
টাঙ্গাইল প্রতিনিধি:একাধিক খুন ও অস্ত্র মামলার চিহ্নিত সন্ত্রাসী আতিকুর রহমান রনি ওরফে কোয়াটার রনিকে গ্রেফতার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ছিনতাইসহ ৯টি মামলা রয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সন্ত্রাসী রনি টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
এঘটনায় আজ রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে কোয়াটার রনি ও তার সহযোগীরা টাঙ্গাইলের পিচুরিয়া এলাকা থেকে শামীম ও মামুন নামের দু’জনকে অপহরণের পর খুন করে লাশ গুম করার ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় রনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এছাড়াও রনির বিরুদ্ধে দু’টি খুন, ৪টি অস্ত্র মামলাসহ আরও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সেই সাথে সে সদর থানায় দায়ের হওয়া ছিনতাই মামলারও আসামি।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, সে পুলিশের খাতায় একজন চিহ্নিত সন্ত্রাসী। তাই শনিবার তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি ছিনতাই মামলাও হয়েছে। সেই মামলাতে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, টাঙ্গাইলে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জেলার বাকি সকল সন্ত্রাসীদের ধরতে অভিযান চলমান থাকবে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |