- প্রচ্ছদ
-
- ঢাকা
- টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়
প্রকাশ: ২৬ জুন, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
টাঙ্গাইল প্রতিনিধি – সোমবার(২৬জুন) জেলা প্রশাসন, টাঙ্গাইল ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের এর আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইল জেলার সদর উপজেলার রাবনা ঢাকা -টাঙ্গাইল বাইপাস এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে ০৫ টি গাড়ি থেকে মোট ০৯টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং ৮,৫০০/-(আট হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। টাঙ্গাইল জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন, নাহিয়ান নূরেন ও মো: আবুবকর সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উক্ত আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর । এসময় উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সদস্যগণ।
Please follow and like us:
20 20