মোহাম্মদ শরীফুল ইসলাম:- মঙ্গলবার(০২এপ্রিল) দুপুর ১২.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়-এর উদ্যোগে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিলা পারভীন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এর নেতৃত্বে দেলদুয়ার উপজেলার এলাসিন ব্রিজের নিকটে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ে পরির্দশক মোতালেব হোসেন। অভিযানে কারখানার সকল স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। উক্ত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন।