আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৮
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-নির্বাচন কমিশন ঘোষিত আগামী পৌরসভা নির্বাচনে টাঙ্গাইল জেলার ৮টি পৌরসভা নির্বাচন ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। পৌরসভা নির্বাচনের তপশীল ঘোষনা না করা হলেও টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রচার প্রচারনার জন্য ব্যানার, বিলবোর্ড, পোষ্টার সাটিয়ে অনেকেই জনসংযোগ শুরু করেছেন। মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে আগ্রহী প্রার্থীরা দলীয় মনোনয়ন সহ এলাকাবাসীর সমর্থন প্রত্যাশায় নানা কৌশলে ভোটারদের আস্থা অর্জন ও দলীয় মনোনয়ন লাভের জন্য জোর লবিং চালিয়ে যাচ্ছেন।
টাঙ্গাইল পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের ৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করে দলের মনোনয়ন নিশ্চিত করতে নানা মুখী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বি.এন.পি ও জাতীয় পার্টির ১ জন করে প্রার্থী দলীয় মনোনয়ন চাইবেন বলে জানালেও অন্যান্য রাজনৈতিক দলের কোন প্রার্থী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।
টাঙ্গাইল পৌরসভার বর্তমান মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন সহ আওয়ামীলীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ রৌফ, জেলা পরিষদ টাঙ্গাইলের সদস্য ও শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমদ মজিদ সুমন, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদ।
অপরদিকে টাঙ্গাইল জেলা বি.এন.পি সহ সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শামছুল হকের পুত্র মোঃ মাহমুদুল হক সানু মেয়র পদে বিএনপি’র মনোনয়ন চাইবেন বলে জানা গেছে এবং শহর জাতীয় পার্টির সভাপতি আহসান খান আছু জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন বলে জানা গেলেও অন্যান্য রাজনৈতিক দলের কোন প্রার্থী মেয়র পদে টাঙ্গাইল পৌরসভায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে কোন আভাস পাওয়া যায়নি।
টাঙ্গাইল পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র জামিলুর রহমান মিরন বলেন, “দীর্ঘদিন টাঙ্গাইল পৌরসভার মেয়র থাকার কারণে আমি পৌরসভার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী যদি আবার আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দেন তাহলে পৌরসভার অসমাপ্ত কিছু কাজ সম্পাদন করে আমি সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, ইভটিজিং ও মাদকমুক্ত ডিজিটাল পৌরসভায় রূপান্তরিত করবো।”
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুজ্জামান সোহেল বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে আমি বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি মডেল পৌরসভা উপহার দিবো।”
টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক সিরাজুল হক আলমগীর বলেন, “আমাকে দল মনোনয়ন দিলে টাঙ্গাইল পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক নির্মূলে ব্যাপক ভূমিকা রাখবো। আমার বিশ্বাস টাঙ্গাইল পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে আমার মত ত্যাগী নেতার প্রয়োজন।”
শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম.এ রৌফ বলেন, “এবারে টাঙ্গাইল পৌরসভা নির্বাচরে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন আমি পাবো ইনশাআল্লাহ।”
জেলা পরিষদের সদস্য ও শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমদ মজিদ সুমন বলেন, “আমার বাবা আওয়ামীলীগ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পরিবারের দিকে খেয়াল রেখে আমার বাবার অসমাপ্ত কাজ শেষ করার জন্য আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিবে।”
বাংলাদেশ আওয়ামী যুবলীগের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদ বলেন, “আমি আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় মনোনয়ন চাবো। দল যদি মনোনয়ন দেয় আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ।”
বিএনপি’র প্রার্থী টাঙ্গাইল জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. মাহমুদুল হক সানু দলীয় মনোনয়ন চাবেন। দল মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন।
শহর জাতীয় পার্টি’র সভাপতি এবং পাঁচআনি ও ছয়আনি বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আহসান খান আছু বলেন, “জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাবো। দল আমাকে মনোনয়ন দিবে। আমরা জাতীয় পার্টি মহাজোট থেকে টাঙ্গাইল পৌরসভার মনোনয়ন নেয়ার চেষ্টা করছি।”
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |