টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় পূর্ব শত্রুতার জের ধরে মোবাইল ফোন করে ডেকে নিয়ে মিনহাজ উদ্দিন বাবু নামের এক যুবককে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টায় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে।
এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে কালিহাতী থানায় কালিহাতী গ্রামের নিমাই সরদারের ছেলে আব্দুল খালেক ও নিয়ত আলীর ছেলে শেখ ফরিদকে আসামি করে আহত মিনহাজ উদ্দিন বাবুর বাবা আব্দুর রহিম
মামলা দায়ের করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কালিহাতী পৌরসভার কালিহাতী গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত বাবুর বাবা আব্দুর রহিম জানান, পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল খালেকের হুকুমে কানাইয়ের মাধ্যমে মোবাইল ফোনে ডেঁকে নিয়ে শেখ ফরিদ অতর্কিতভাবে আমার ছেলে মিনহাজ উদ্দিন বাবুকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়।
বাবুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায় রক্তাক্ত আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে বাবু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
কালিহাতী থানার তদন্ত মামলার তদন্তকারী এসআই রূপন কুমার সরকার জানান এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |