আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫৭
বিডি দিনকাল ডেস্ক :- রেকর্ড গড়েই শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ১৭২ রান তাড়া করে জয় পেলো অজিরা। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় অ্যারন ফিঞ্চের দল। ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ২০ ওভারের আসরে এটি প্রথম শিরোপা।
বড় রান তাড়া করতে গিয়ে ব্যাটিং প্রদর্শনী দেখালেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। দারুণ ইনিংসে অস্ট্রেলিয়ার শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়েন মার্শ। ৫০ বলে হার না মানা ৭৭ রানের ইনিংস খেলেন অজি ওয়ানডাউন ব্যাটার। এতে মার্শ হাঁকান ছয়টি চার ও ৪টি ছক্কা। ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার।
দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ পৌঁছে ১৭২/৪-এ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডে ২০০৭’র ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের সংগ্রহ ছিল ১৫৭/৫।
দুবাইয়ের ফাইনালে বড় টার্গেটে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জীবন পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এতে দলীয় ১৫ রানে প্রথম উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারাতে পারতেন ফিঞ্চ। কিউই পেসার ট্রেন্ট বোল্টের ডেলিভারিতে ফিঞ্চের বিপক্ষে এলবিডাব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয়নি নিউজিল্যান্ডও। পরে রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে আঘাত করছিল। অবশ্য ফিঞ্চকে সাজঘরে ফেরান বোল্টই। ডেরিল মিচেলের হাতে ক্যাচ দেন অধিনায়ক।
এবারের ফাইনালে ৮৫ রান করেন কেন উইলিয়ামসন। ৭৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি উইলিয়ামসনের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০২০ সালে হ্যামিল্টনে সফরকারী ভারতের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ওটাই তার ক্যারিয়ার সেরা ব্যাটিং। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শুরুর ১০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৫৭ রান। শেষ ওভারে কিউইরা স্কোর বোর্ডে জমা করলো ১১৫। বল হাতে চার ওভারের স্পেলে ৬০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মিচেল স্টার্ক। এদিন ৪৮ বলে ইনিংসে উইলিযামসন হাঁকান ১০টি চার ও তিনটি ছক্কা।
নিজের শুরুর তিন ওভারেই ৫০ রান দেন এ অজি পেসার। তৃতীয় ওভারে স্টার্ক দেন ২২ রান। এই ওভারে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান কেন উইলিয়ামসন।
দুবাইয়ে শুরুতে সেমিফাইনালের নায়ক ড্যারেল মিচেল হারায় নিউজিল্যান্ড। এরপর ব্যাট হাতে সাবধানী শুরু করেন দুই কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। এরমধ্যে একবার জীবন পেয়েও ৩৫ বলে ২৮ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হন গাপটিল। তবে ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন অধিনায়ক কেন উইলিয়াসন। ৩৪ বলে ৫২ রানে ব্যাট করছেন তিনি। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল দুই উইকেটে ১০২ রান।
এর আগে টি-২০ বিশ্বকাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সেমিফাইনালের একাদশ নিয়ে অজিরা মাঠে নামলেও কিউই দলে রয়েছে এক পরিবর্তন। ডেভিড কনওয়ের পরিবর্তে একাদশে জায়গা নেন টিম সেইফার্ট। এবারের ফাইনাল হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিশ্বকাপে এ পর্যন্ত এ ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ৯টি ম্যাচ। সবক’টি ম্যাচেই পরে ব্যাট করা দল হেসেছে জয়ের হাসি।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেইন উইলিয়ামসন, টিম সেইফার্ট, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |