আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৩
টেকনাফ:- টেকনাফে অভিযান চালিয়ে আড়াই কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা এসব আইসের মূল্য ১২ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে সংস্থাটি। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টেকনাফ থানার মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকায় বিসিজি স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন স্টেশন কমান্ডার টেকনাফ লে: কমান্ডার এম নাঈম উল হক।
অভিযান চলাকালে রাত আনুমানিক ১টার দিকে সাগর পাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাকে থামার সংকেত দেয়। কিন্তু ওই ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তার হাতের ব্যাগ ঝাউ বনে ফেলে দৌড়ে পালিয়ে যায়। কোস্ট গার্ডের অভিযানিক দল পরে ওই ব্যাগ তল্লাশী করে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।
তিনি আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |