আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৩০
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন-সংক্রান্ত আর্টিকেলটি মার্কিন কংগ্রেসে উত্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১১ জানুয়ারি সোমবার সকালে এটি উত্থাপন করা হয়। ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে ‘অভ্যুত্থানে প্ররোচনা’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
যদি অভিশংসন প্রক্রিয়া পরিকল্পনামাফিক এগোয়, তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুবার অভিশংশিত হওয়া একমাত্র প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটল হিলের ভেতরে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেভাবে সহিংসতা চালিয়েছে, তাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের জোরালো দাবি উঠেছে। স্থানীয় সময় সোমবারের মধ্যেই তা নিয়ে ভোট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিক দলীয় হুইপ জেমস ক্লাইবার্ন। যদিও ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার শেষ দিন।
এ জন্য অভিশংসন অভিযোগ হাউসে ভোটে পাস হতে হবে। তারপর বিষয়টি সিনেটে যাবে, যেখানে প্রেসিডেন্টকে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ ভোট দরকার হবে। তবে কেবল ডেমোক্র্যাট নয়, রিপাবলিকানদেরও অনেকেই তার বিরুদ্ধে সেদিন সমর্থকদের উসকে দেওয়ার অভিযোগ করছেন।
এর আগে ২০১৯ সালের ডিসেম্বরেও ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পকে ইমপিচ করা হয়। সে সময় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ইউক্রেনীয় প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভস অভিশংসন করলেও রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে রক্ষা পান ট্রাম্প।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |