বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেড ট্রেনিং এ্যাডভান্স-১৫ কোর্স (বিমানসেনা এন্ট্রি নং-৪৯) এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ০৬ মার্চ ২০২৪ তারিখে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। এ কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ- এর মোট ৬১৯ জন প্রশিক্ষণার্থী ট্রেড ট্রেনিং এ্যাডভান্স কোর্স সম্পন্ন করার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও বেসামরিক প্রশাসন এর কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।