বিডি দিনকাল ডেস্ক : বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বাংলাদেশ বিমান বাহিনী-এর ট্রেড ট্রেনিং বেসিক (টিটিবি-১৫) প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণ কুচকাওয়াজ ১৩ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। এয়ার কমডোর মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি কমান্ড্যান্ট, বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করান। কোর্সটি গত ২৩ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর ২০২২ তারিখে সম্পন্ন হয়। বাংলাদেশ বিমান বাহিনীর ৫১৭ জন, বাংলাদেশ নৌ বাহিনীর ০৮ জন এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর ০৭ জন প্রশিক্ষণার্থীসহ মোট ৫৩২ জন প্রশিক্ষণার্থী কোর্সটিতে অংশ গ্রহন করে। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ৪৭৩ জন প্রশিক্ষণার্থী শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কর্মকর্তাগণ ও প্রশিক্ষকবৃন্দ এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগন ও বিমানসেনাগণ উপস্থিত ছিলেন।