আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৫
শফিকুল ইসলাম – রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম
আনছার আলী (৩২)। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধর্মপুর গ্রামের খোয়াজ মিয়ার পুত্র। সে ঘটনার পর থেকে দীর্ঘ দিন যাবত পলাতক থেকে জীবন করে আসছিল।
আজ শনিবার দুপুরে র্যাব-১০ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) এম, ফখরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল গতকাল শুক্রবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় মোড় এলাকায় একটি ঝটিকা অভিযান চালায়। সেখানে অভিযানকালে সিলেট জেলার দক্ষিন সুরমা থানায় একটি ডাকাতি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রাম কারাদন্ডপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনছার আলী (৩২)কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ- ৮০ হাজার টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আনছার আলী ওই ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত এবং দীর্ঘ দিন যাবত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর থেকে রাজধানীর ধোলাইপাড়সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |