সিডনি রিপোর্টারঃ- যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে- সেই সরকারকে সহযোগীতা করা কোন দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারেনা বলেই আমরা আজ এই মুহুর্ত থেকে এই অবৈধ সরকারকে অসহযোগীতা করার জন্য অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মাঝে লিফলেট ভিতরন করেন বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ।
লিফলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমানের ঘোষিত অসহযোগ আন্দোলনের নিম্নোক্ত দাবী (৭ জানুয়ারি ডামী ভোটের খেলা বর্জন করুন।ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন। * রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকুন।) সম্মিলিত লিফলেট বিতরনের বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট নাসির উল্লাহ,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ মহিলা সম্পাদক মুন্নি চৌধুরী মেধা, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি রুহুল আহম্মেদ সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বিএনপি নেতা রুহুল আমিন, এএনএম মাসুম, ইন্জিনিয়ার হাবিব রহমান, এসএম খালেদ, আশরাফুল আলম রনি,মোহাম্মদ কামরুজ্জামান, মাসুদুর রহমান এবং মোহাম্মদ জাকির হোসেন রাজু প্রমুখ।
বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ প্রবাসীদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে সকলের পরিবারকে অবৈধ হাসিনার ডামি নির্বাচন বয়কট করার জন্য উদাত্ত আহ্ববান জানান।