শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি, ডামুড্যা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অালহাজ্ব ফজলুল করিম মিয়া ১০ অাগস্ট ২০২১ সকাল ১০ ঘটিকায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে, তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরন, সাধারন সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক অালহাজ্ব সাঈদ অাহমেদ অাসলাম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো: অাবদুস সালাম এতথ্য নিশ্চিত করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ তাহার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অন্যদিকে, ফজলুল করিম মিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এতথ্য নিশ্চিত করেন।