আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১২
বিডি দিনকাল ডেস্ক:- ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে এ আইনে প্রতিবছর দায়ের করা মামলার সংখ্যা, অভিযুক্তদের সংখ্যা ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সংখ্যা এবং জানুয়ারি থেকে মে ২০২১ সালের মাসভিত্তিক সংখ্যা ২০ দিনের মধ্যে জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।
এর আগে (২২ ফেব্রুয়ারি) তথ্য অধিকার আইনে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে লেখক, গবেষক, মানবাধিকার কর্মী সাদ হাম্মাদির করা অভিযোগের বিষয়ে আদেশের তারিখ আজ (৮ই মার্চ) ধার্য করা হয়েছিল।
রায়ের পর সাদ হাম্মাদি এক প্রতিক্রিয়ায় বলেন, “যদিও আমার তথ্য আবেদনের পর নয় মাস অতিবাহিত হয়ে গেছে আমি সন্তুষ্ট যে তথ্য কমিশন আমার অধিকারের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে। শুনানির শুরু থেকেই রাষ্ট্রপক্ষের আইনজীবী যে রাষ্ট্রবিরোধিতার তকমা বা সন্দেহ আমার বিপক্ষে উপস্থাপন করেছেন শুধু তথ্য চাওয়ার জন্য, তাতে করে যে কোন ব্যক্তি হয়রানি বোধ করবেন। আমি আশা করি আমার দায়েরকৃত মামলা এবং তথ্য কমিশনের রায়টি জনগণ এবং গণমাধ্যমকর্মীদের তথ্য অধিকার নিশ্চিত করতে একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং সেই সাথে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকেও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি পরিস্কার বার্তা দিয়েছে। আমি আশা করছি যে পুলিশ কতৃপক্ষ এই তথ্য দিতে আর কোন বাধা সৃষ্টি করবে না।”
উল্লেখ্য, গত বছরের ৭ই জুন সাদ হাম্মাদি ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে এ আইনে প্রতিবছর দায়ের করা মামলার সংখ্যা, অভিযুক্তদের সংখ্যা ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সংখ্যা এবং জানুয়ারি থেকে মে ২০২১ সালের মাসভিত্তিক সংখ্যা জানতে চান। কিন্তু, তথ্য অধিকার আইনের ধারা ৯ এর ১ এবং ২ এ প্রদত্ত সময়সীমা অর্থাৎ অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদানকারী কর্মকর্তা তথ্য প্রদান করতে ব্যর্থ হলে সাদ হাম্মাদি গত ১৮ই জুলাই ২০২১ পুলিশ মহাপরিদর্শক বরাবর আপিল আবেদন করেন।
আইনে প্রদত্ত আপিল আবেদনের পরবর্তী ১৫ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করার বিধান থাকলেও, কোনো জবাব না পাওয়ায় সাদ হাম্মাদি গত ১০ই আগস্ট ২০২১ তথ্য কমিশন বরাবর বাংলাদেশ পুলিশের থেকে সময়সীমার মধ্যে চাহিত তথ্য না পাবার কারণে তথ্য কমিশনে একটি অভিযোগ দায়ের করেন।
গত ১১ জানুয়ারি ওই অভিযোগের শুনানি করে কমিশন। দুই পক্ষের বক্তব্য শুনে ২ ফেব্রুয়ারি কমিশন আদেশের দিন ধার্য করলেও সেদিন আদেশ না দিয়ে জানানো হয়, ২২ ফেব্রুয়ারি আদেশ দেওয়া হবে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |