আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:০২
কামরুজ্জামান (হেলাল)যুক্তরাষ্ট্র:-যুক্তরাষ্ট্র মিশিগানের হ্যামট্রাম্যাক সিটির ডেপুটি মেয়র হলেন বাংলাদেশী আমেরিকান কামরুল হাসান
মঙ্গলবার সিটি কাউন্সিলের প্রথম সভায় কামরুল হাসানকে মেয়র প্রো-টেম এর দায়িত্ব প্রদান করা হয়। সভায় তিনি ০-৭ ভোটে মেয়র প্রো-টেমে নির্বাচিত হন। মোহাম্মদ হাসান তিনবারের নির্বাচিত হ্যামট্রামেক সিটির কাউন্সিলম্যান। বাঙালি কমিউনিটি, এটিকে মূল ধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশির সাফল্য বলে মনে করছেন। বর্তমান এই সিটিতে নাঈম চৌধুরী নামে আর একজন বাংলাদেশি কাউন্সিলরও রয়েছে এর আগে বাংলাদেশী-আমেরিকান এনাম মিয়া এবং সাহাব আহমেদ (সুমিন) ও মেয়র প্রো-টেম এর দায়িত্ব পালন করেছেন।
ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার পরে এক প্রতিক্রিয়াতে জনাব কামরুল হাসান বলেন হ্যামট্রাম্যাককে ভালোবেসে এখনো এই সিটিতেই আছি। এখনে অনেকেই রাজনীতিতে আসেন অর্থ কামানোর লোভে আমার সে চিন্তা আগেও ছিলোনা এখনো নাই। শুধু এলাকার উন্নয়নে কাজ করতে চাই, মানুষের জন্য সারা জীবন কাজ করতে চাই।
যুক্তরাষ্ট্র মিশিগানের হ্যামট্রাম্যাক সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় কামরুল হাসানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন অংগসংগঠনের নেতারা ধন্যবাদ জানান এবং মিষ্টি মুখ করান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |