মনির হোসেন জীবন- রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালক নিহত হয়েছেন। এছাড়া এঘটনায় কমপক্ষে ১১/১২ জন লেগুনার যাত্রী আহত হয়েছেন। নিহতের নাম মো, রাজীব (৩৩)। পেশায় সে লেগুনার চালক ছিল। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা জব্দ করেছে। তবে, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
আজ দুপুরে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ডেমরা-যাত্রাবাড়ী রোডের ডেমরা বাঁশেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সকাল সোয়া ১০টার দিকে লেগুনা চালক রাজীবকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। তারা হলেন, মো. সাগর হোসেন (১৮), আবুল বাশার (৪৭), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৫), মো. হৃদয় হোসেন (২২), হাসান আলী (৪০), আব্দুল বাতেন (৪৪)। বাকিদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত লেগুনার যাত্রীরা জানান, মঙ্গলবার সকালে ডেমরা থেকে বনশ্রী আসার সময় আসিয়ান পরিবহনের একটি বাসের সঙ্গে আমাদের লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনার চালক রাজীব মারা যান।
ওসি মো, বাচচু মিয়া জানান, মৃত ব্যক্তির মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে মৃতের নাম রাজিব, বাবার নাম মমতাজ বেগম বলে জানা গেছে। তিনি দক্ষিণ যাত্রাবাড়ীতে ফরিদিবাদে থাকতেন এবং লেগুনা চালাতেন। ময়নানতন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। এদিকে, দুর্ঘটনা কবলিত লেগুনার যাত্রী মো. হৃদয় ও শান্ত আহমেদ জানান, আজ সকাল ৮ টার দিকে তারা যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের বড়ফাগামী লেগুনায় যাচ্ছিলেন। এসময় বাঁশেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী লেগুনাটিকে সজোরে এসে ধাক্কা দেয়। এতে লেগুনায় থাকা ১১/১২ জন যাত্রী সকলেই কমবেশি আহত হন।
এ বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, ডেমরা-যাত্রাবাড়ী রোডের বাঁশেরপুল এলাকায় রাস্তায় একটি বাস দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল। সেই বাসটিকে ওভারট্রেক করার সময় আসিয়ান পরিবহনের একটি বাস সামনে দিক থেকে আসা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও জানান, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক, হেল্পার পালিয়ে গেছে। বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে। এছাড়া এঘটনায় ডেমরা থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।