আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩০
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিচারিক হয়রানি করা হচ্ছে বলে মনে করেন হাইকোর্টে বিভাগে নিযুক্ত সরকারের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া।
তিনি বলেন, বারাক ওবামা, হিলারি ক্লিন্টনসহ ১৬০ জন নোবেল বিজয়ী এবং বিশ্বনেতা ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে বলে যে বিবৃতি দিয়েছেন ওই বিবৃতির সাথে আমি একমত। ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে এবং সেটা বিচারিক হয়রানী।
সোমবার (৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘ড. ইউনূসের পক্ষে ১৬০ জন বিদেশী ব্যক্তি বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে বারাক ওবামা, হিলারি ক্লিনটনও রয়েছেন। ওই বিবৃতির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পাল্টা বিবৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়েছে। কিন্তু আমি ড. ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করব না।’
তিনি বলেন, ‘আমার মনে হয় না বিবৃতি-পাল্টা বিবৃতির প্রয়োজন আছে। উনার বিরুদ্ধে মামলাগুলো অন্যভাবে সমাধান করা যেত। কিন্তু উনাকে প্রেসারে ফেলা হয়েছে। তিনি সারা বিশ্বের সম্পদ। আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি বিবৃতিতে স্বাক্ষর করব না।’
তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল অফিস থেকে নোটিশ করা হয়েছে বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি বিবৃতিতে স্বাক্ষর করব না।’
অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ড. ইউনূসের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া এমন কথা বললেও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, ড. ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘আমরা নিজেরা ১৬০ জন নোবেল বিজয়ী যে বিবৃতি দিয়েছেন তার বিরুদ্ধে একটি পাল্টা বিবৃতিতে স্বাক্ষর করে একটি বিবৃতি রেডি করছি। এখানে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বিবৃতিতে স্বাক্ষর করার জন্য কোনো নোটিশ দেয়া হয়নি। আমরা নিজেরাই এই উদ্যোগ নিয়েছি।’
উল্লেখ্য, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করা এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত মাসে খোলা চিঠি দিয়েছেন ১৮৩ জন নোবেল বিজয়ী ও বিশ্বনেতা। চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি তাকে (ড. ইউনূস) লক্ষ্যবস্তুতে পরিণত করায় আমরা উদ্বিগ্ন এবং এটি তাকে বিচারিকভাবে হেনস্তা করার একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে আমাদের বিশ্বাস।’
তবে বিশ্বনেতাদের খোলা চিঠি দেয়ার পর এর বিরুদ্ধে সরকার সমর্থক ৫০ জন সম্পাদক এবং ১৭১ জন বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দিয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |