আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৪
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যান জেনস্কির সাথে বৈঠকে করেছেন বিএনপি নেতারা।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ। জার্মান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা শেরনীল কবির।
বৈঠক শেষে গণমাধ্যমেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনায় আগমী জাতীয় নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। নির্বাচন টা কিভাবে হতে যাচ্ছে, এটা নিয়ে সবাই যেরকম কনসার্ন, তারও সেরকম কনসার্ন। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো তাদেরও অবস্থান একই রকম।
এছাড়ার তারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর ব্যাপারে জিজ্ঞাসা করেছেন,জানতে চেয়েছেন কেমন আছে, এমন তথ্য জানান আমীর খসরু।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারাও অন্যান্য দেশের মতো বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের নির্বাচন নিয়ে সবারই আগ্রহ রয়েছে।
নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, আমরা তাদের বলেছি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ শেখ হাসিনার অধীনের কোনো নির্বাচন জনগণের জন্য কিছু বয়ে আনবে না। আবার ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া এ সরকারের অধীনে নির্বাচন আর কিছুই নয়।
তিনি বলেন, তারা বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ-নিরপেক্ষ আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়, স্বাভাবিকভাবে তাদের এ কথায় আমরা মনে করি, এটা নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া সম্ভব নয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |