আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২১
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :
বিশ্বের অন্যান্য দেশের মতো মহামারি করোনা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে মালয়েশিয়া। জনজীবন একেবারে স্বাভাবিক করে নতুন বছরটা নবউদ্যমে শুরু করতে ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহনও করেছে দেশটি। পর্যটক কিংবা উৎপাদন খাতের মতো শিক্ষা খাতেও দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। এরই অংশ হিসাবে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষামেলায় অংশ নিতে যাচ্ছে মালয়েশিয়ার শীর্ষ ১১ টি বিশ্বিবিদ্যালয়। ২৬ ও ২৭ আগস্ট ঢাকার ধানমন্ডি’র মমতাজ প্লাজায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এ মেলা। সুযোগ থাকবে ঘরে বসেই ভার্চুয়ালি অংশ নেয়ার।
কাগজপত্র যাচাই -বাছাই শেষে শিক্ষার্থীদের সরাসরি ভর্তি, স্কলারশীপসহ নানা ধরনের আকর্ষন থাকবে দু’দিনের এ শিক্ষা মেলায়। শুক্রবার (১৩ ই আগস্ট) রাতে শিক্ষামেলার সার্বিক আয়োজন নিয়ে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলন করেন, আয়োজক প্রতিষ্ঠান এনএসএস এর হেড অব মার্কেটিং সবুজ হোসেন। ভার্চুয়াল এ সভায় ১১টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনধিরাও উপস্থিত ছিলেন।
সবুজ হোসেন বলেন, মেলায় অংশ নিতে ইতোমধ্যে দু’হাজারেরও বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এ সংখ্যা আরো বাড়বে। সকাল ১১ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত চলা এ মেলায় মালয়েশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং যে সমস্ত বিশ্ববিদ্যালয় সরাসরি অংশ নিতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হবেন। শিক্ষার্থীরাও বিশ্বের যে কোন প্রান্ত থেকে www.nssedufair.com এই লিংকের মাধ্যমে যুক্ত হয়ে ভার্চুয়ালি অংশ নিতে পারবেন মেলায়, কথা বলতে পারবেন পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে। এ ছাড়া স্পট এডমিশন নিলে আয়োজকদের পক্ষ থেকে ২০ হাজার টাকা ছাড়েরও ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনলোজি এন্ড ইনোভেশন(এপিইউ), ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম), ইউনিভার্সিটি তেনেগা ন্যাশনাল(ইউনিটেন), ইউনিভার্সিটি টেকনিকাল মালয়েশিয়া মালাক্কা(ইউটিইএম), মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাইবারজায়া(ওইউসি), সুইনবার্ণ ইউনিভার্সিটি অব টেকনলোজি, ইনফ্রস্ট্রাকচার ইউনিভার্সিটি কুয়ালালামপুর(আইইউকেএল), ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কুয়ালালামপুর, র ্যাফেলস ইউনিবার্সিটি ও লিমকক উইং ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে মালয়েশিয়ার শিক্ষাব্যাবস্থা। কম খরচে বিশ্বমানের প্রতিষ্টানে উচ্চ শিক্ষা গ্রহনের দারুন সুযোগ রয়েছে মালয়েশিয়ায়। অনেক বাংলাদেশী শিক্ষার্থী ইতোমধ্যে এ সুযোগ গ্রহন করেছে এবং এবারের শিক্ষামেলায়ও অনেক শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে অংশ নেবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তারা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |