আজ বুধবার | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৫০
কামরুল হাসান বাবলু:- -আজ ২২ জানুয়ারি, ২০২৫ খ্রি. তারিখ রোজ বুধবার ঢাকা বিমানবন্দরে ৩১ (একত্রিশ) বোতল বিদেশি মদ ও ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশের ডগ স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুর ‘ডাই’ ও ‘মেরিনো’।
কলকাতা থেকে ঢাকাগামী Indigo-6E1107 ফ্লাইটটি সকাল ০৯ টা ১০ ঘটিকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ৭ নং লাগেজ বেল্টে দুটি বেনামী লাগেজ পাওয়া গেলে বিমানবন্দর কর্মকর্তাদের সন্দেহের উদ্রেক হয়। পরবর্তীতে Indigo এয়ারলাইন্সের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর ডগ স্কোয়াড টিমের বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর ‘ডাই’ ও ‘মেরিনো’ তাদের ঘ্রাণশক্তির (ডগ স্নিফিং) সাহায্যে লাগেজ দুটি সন্দেহজনক হিসেবে সনাক্ত করে।
সকলের উপস্থিতে উক্ত ব্যাগেজ দুইটি থেকে ৩১ বোতল (৩১ লিটার) বিদেশি মদ এবং ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার ও জব্দ করা হয়। ব্যাগ দুটো’র মালিক সনাক্ত করা সম্ভব না হলে কাস্টম কর্মকর্তার নির্দেশে উক্ত মালামাল দাবি-বিহীন আটক করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) জনাব অনিতা রানী সূত্রধর ঘটনার সত্যতা স্বীকার করে জানান – “প্রশিক্ষিত ডগ স্কোয়াড দ্বারা আমরা নিয়মিতভাবে মাদক উদ্ধার ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। এয়ারপোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময়ই অঙ্গীকারবদ্ধ।”
Dhaka, Bangladesh বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:10 PM |
Asr | 3:16 PM |
Magrib | 5:38 PM |
Isha | 6:57 PM |