আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:২০
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন থানা ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নবগঠিত বিএনপি-ঢাকা মহানগর উত্তরের আহবায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনুকে এ অভিনন্দন জানান দলটির নেতাকর্মীরা।
এ সময় যোগ্য নেতৃত্বে নতুন কমিটি গঠন করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শুভেচ্ছা জানাতে আসা দলের তৃনমুলের নেতাকর্মীরা।
আজ রবিবার (৭ জুলাই ) বিকালে দিকে ঢাকার নয়াপল্টনস্হ দলীয় কার্যালয়ের সামনে এই শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা।
কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে মহানগরের দুই কমিটির ঘোষিত নেতৃবৃন্দ পল্টনের ভাসানী অফিস থেকে নেমে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন । এই সময় শুভেচ্ছা বক্তব্য দেন নবঘোষিত কমিটির উত্তর এর আহ্বায়ক সাইফুল আলম নীরব ও দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু । প্রায় ঘন্টা খানেক নিচে অবস্থানের পর নেতৃবৃন্দ প্রধান কার্যালয়ের উপরে চলে যান । সেখানে অবস্থান রত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |