আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৫
বিডি দিনকাল ডেস্ক :- বিপুল উৎসাহ ও উদ্দীপনা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৯ ও ১০ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দীক সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, এই কর্মী সম্মেলন হলো তৃণমূলের জাগরণ। ঢাকা মহানগর উত্তর বিএনপি হবে আন্দোলন সংগ্রামের মডেল ইউনিট। একটি সফল আন্দোলনের জন্য দরকার নেতা কর্মীদের ইস্পাতকঠিন ঐক্য। অতীতের সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি সকল সময় তৃণমূল কর্মীদের পাশে আছে এবং থাকবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সরকারকে বাধ্য করতে তৃণমূলকে সংগঠিত করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রী নির্বাহী কমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক ও উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপি লক্ষ্যই হচ্ছে তৃণমূল বি এন পিকে সু-সংগঠিত করা। তৃণমূল সংগঠিত ও শক্তিশালী হলেই রাজপথের আন্দোলন সফল হবে। সেই আন্দোলনের অগ্রভাগে থাকবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সকল পর্যায়ের নেতৃত্ব হবে তৃণমূল কর্তৃক নির্বাচিত। দল, দেশ ও জিয়া পরিবারের কাছে বিশ্বস্ত নেতৃত্বকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায়ের ঢাকা মহানগর উত্তর বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে।দায়িত্ব গ্রহনের পর পরেই অত্তান্ত সফলতার কয়েক ধাপ এগিয়ে উত্তর বিএনপি ।
কর্মী সম্মেলনে ৯ ও ১০ নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ তাদের নিজ নিজ সাংগঠনিক পরিচয় তুলে ধরেন। নেতৃবৃন্দ দীর্ঘদিন পর নিজ নিজ ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। ৯ ও ১০ নং ওয়ার্ডের বি এন পি নেতা সৌরভ, বাচ্চু, ইকবাল, জিয়া, ফারুক, দীপু, মামুন, সোহেল খান, ভূট্টো, জহির, রতন, বক্তব্য দেন।
অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর জোনের সাংগঠনিক টিম প্রধান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল, সদস্য হাজী মোহাম্মদ ইউসুফ, সদস্য তুহিনুল ইসলাম তুহিন, সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, সদস্য হাফিজুল হাসান শুভ্র।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |