আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০৯
বিডি দিনকাল ডেস্ক: – আজ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উত্তরা-পূর্ব জোনের দক্ষিণখান থানাধীন ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন ভোটের মাধ্যমে শুরু হয়। ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্যগণ এই ভোটে অংশগ্রহণ করেন। ভোটার’রা ব্যালটের মাধ্যম ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’ এই নীতির ভিত্তিতে স্বত:স্ফুর্তভাবে উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেন।
দুপুর ২টায় ভোট শুরু হয় এবং তা রাত পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষ হলে তাৎক্ষণিক সকলের সামনে গণনা করে ফলাফল ঘোষনা করা হয়। ফলাফল মেনে নিয়ে সকলে একযোগে আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ঘোষনা করেন।
ভোট গ্রহণ ও সম্মেলনের শুরুতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও ডাকসু’র সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক যথাক্রমে যথাক্রমে আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকুল ইসলাম আতিক, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, আক্তার হোসেন, মোস্তফা জামান সহ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্যবৃন্দ।
সভাপতিত্ব করেন- ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মোঃ শাহজাহান আলী।
প্রধান অতিথি’র বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উত্তরা-পূর্ব জোনের দক্ষিণখান থানাধীন ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন গণতান্ত্রিক পন্থায় উৎসবমূখর পরিবেশে ভোটের মাধ্যমে শুরু হয়েছে। আগামীতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলন বেগবান করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ৭১টি ওয়ার্ড থেকে ভোটের মাধ্যমে নেতা নির্ধারণের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দক্ষিণখান থানাধীন ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডের সম্মেলন শুরু হলো। আগামীতে জাতীয় নির্বাচনেও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। আমাদেরকে এখন এই মূহুর্ত থেকে আন্দোলনের বজ্রকঠিন শপথ নিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে জনাব আমিনুল হক বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্রহীন, বাক-ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই অবশিষ্ট নেই। সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে দিকবিদিক জ্ঞানশুণ্য হয়ে জনগণ সহ বিরোধী নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম-নির্যাতনে মেতে উঠেছে। আজ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উত্তরা-পূর্ব জোনের দক্ষিণখান থানাধীন ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন ভোটের মাধ্যমে শুরু হওয়ার দ্বিতীয় দিনে গতকালের মতো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে-যা সত্যিকার অর্থে দলের নীতি ও শৃঙ্খলার প্রতি নেতাকর্মীদের আনুগত্যবোধের পরিচয় বহন করে। বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। আমি প্রত্যাশা করি-পর্যায়ক্রমে বাকী ওয়ার্ডগুলোতেও সুশৃঙখল ও শান্তিপূর্ণভাবে সম্মেলন ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও সম্মেলন সফল করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের অবৈধ মসনদ এখন টালমাটাল। যেকোন মূহুর্তে জনবিষ্ফোরণের মাধ্যমে স্বৈরশাহীর পতন নিশ্চিত হবে।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |