আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪০
কামরুল হাসান বাবলু:ঢাকা মহানগর উত্তর বিএনপির অত্তান্ত একজন সফল সদস্য সচিবের নাম হলো আমিনুল হক।দেশের জাতীয় ফুটবল দলের নেতৃত্বদানকারী আমিনুল হক যেই ভাবে খেলার মাঠে গোলপোস্ট আগলে রেখেছিলেন সেই ভাবে রাজনীতির রাজপথেও শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হয়ে তৃনমুলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আগলে রেখেছেন জননেতা তারেক রহমানের নির্দেশে এবং আহ্বায়ক আমান উল্লাহ আমান এর সার্বিক সহযোগিতায় ।
সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানার ৭১ টি ওয়ার্ডের সম্মেলন এর মধ্যে দিয়ে রাজপথের সত্যিকারের লড়াকু সৈনিকদের নির্বাচিত করার দ্বারপ্রান্তে যাচ্ছিলো আমান – আমিনুলের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি তখনি দলের মধ্যে ঘাফটি মেরে থাকা সুবিধাবাদীরা নানা ভাবে উঠে পড়ে লেগেছে বানচালের উদ্দেশ্যে।
সদস্য সচিব আমিনুল হক তার সর্বোচ্চ মেধা ,শ্রম দিয়ে যখন সর্বস্তরের নেতা কর্মীদেরকে এক কাতারে আনার অগ্রণী ভূমিকা নিচ্ছেন তখনি ওই সুবিধাভুগীরা আমিনুলকে থামাতে তাকে টার্গেট করে একটি নেটওয়ার্ক তৈরী করে ।এর মধ্যে একটি গ্রুপ ফ্রন্ট লাইনে থেকে কাজ করছে অন্যটি পেছনে থেকে সর্ব শক্তি দিয়ে কাজ করছে । এই গ্রুপটি আওয়ামীলীগের সাথে এক কাতারে মিলে মিশে আছে।
উত্তরা জোনের কয়েকটি ওয়ার্ডের সম্মেলনে সফল করতে যখন দৃড়তার সাথে কাজ করছিলেন তখন প্রথম টেস্ট কেস হিসেবে তারা অত্তান্ত নেক্কারজনক ভাবে আমিনুলের উপর ঝাপিয়ে পড়ে। কারণ আমিনুল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ মোতাবেক এবং সাবেক ডাকসুর ভিপি ,সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এর সার্বিক সহযোগিতায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
এদিকে এখনো তারা থেমে থাকে নাই ,বিভিন্ন ওয়ার্ডে সরকারের এজেন্ট হয়ে তারা সর্ব শক্তি দিয়ে আমান-আমিনুলের নেতৃত্বে উত্তর বিএনপির সাংগঠনিক কাজের সফলতায় ঈর্ষান্বিত হয়ে নানা ভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ।এমন কি সরকারের তল্পি বাহক কিছু মিডিয়াকেও তারা এখন ব্যবহার করছে ।এতে বুজতে বাকি থাকে না ওই স্বার্থেনেসি মহলের আসল উদ্দেশ্য কি এবং কি চায়।
অন্যদিকে উত্তর বিএনপির সাংগঠনিক তৎপরতার সাথে জড়িত এমন কয়েকজন নেতা বলেছেন ,তারেক রহমান যে সিদ্ধান্ত নেন তা দলের ভালোর জন্যই নেন ।এর বিরোধিতা কারীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেই । যারা তারেক রহমানের সিদ্ধান্তকে মানেনা ,যারা তারেক রহমানের পছন্দের নেতাদের উপর হামলা চালায় ,বিভিন্ন মিথ্যা প্রচারণা চালায় এরা মূলত সরকারের এজেন্ট ।উত্তরায় ওয়ার্ড বিনপির সম্মেলন ঘটনে যারা বাধা সৃষ্টি করেছে সত্যিকার অর্থে তারা আওয়ামীলিগের দালাল ,এলাকার চিন্নিত সন্ত্রাসী ।একটু সুষ্ঠ নিরেপক্ষ তদন্ত কমিটির রিপোর্টের মাধ্যমে তাদের বহিস্কার করা হয়েছে ।এখানে আমান-আমিনুলের কোনো ভূমিকা ছিলোনা যা স্পষ্ট ।এ নেতারা আরো ক্ষোভের সাথে বলেন ,সরকারের এজেন্ট এসব দালালদের এখনও যারা সহযোগিতা করে যাচ্ছে তাদের দ্রুতই চিন্নিত করে দল থেকে বহিস্কার করা উচিত ছিল নেতৃবৃন্দদের । আর বহিস্কৃত ঐসব নাম সর্বস্য নেতারা আমিনুল ভাইকে কি অবাঞ্চিত করবে ,তারা নিজেরাইতো অবাঞ্চিত হয়ে আছে ।এরাতো চুনোপুটি ।এদের না আছে একুল, না আছে ওকুল ।এরা এখন ভবগুরে ।
নেতারা বলেন , জননেতা তারেক রহমানের পছন্দের দুই নেতা আমান-আমিনুল এখন উত্তর বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের কাছে আশীর্বাদ,একটা ব্র্যান্ড । তাদের নেতৃত্বেই আমরা আগামীতে দুর্বার আন্দোলন সৃষ্টি করবো এমনটাই বলেছেন দায়িত্ববান এই নেতারা ।এখন সময় এসেছে যারাই দলের আদর্শ বিচ্যুত হয়ে জামেলা করবে তাদেরকে আর কোনো ছাড় দেয়া হবেনা ।ঐসব আওয়ামী এজেন্টদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সমুচিত জবাব দেবে উত্তর বিএনপির তৃনমুলের নেতা কর্মীরা এই ভাবে হুশিয়ার করেন নাম না প্রকাশে উত্তর বিএনপির বেশ কয়েকজন দায়িত্বিশীল নেতা ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |