আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৩
বিডি দিনকাল ডেস্ক:- ঢাকা মহানগর উত্তর মিরপুর থানাধীন ০৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সম্মেলন-২০২২ বেলা ২টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও ডাকসু’র সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সম্মানিত সদস্য ও ঢাকা মহানগর উত্তরের জনতার মেয়র জনাব তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক যথাক্রমে যথাক্রমে আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকুল ইসলাম মতিন, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মোয়াজ্জেম হোসেন মতি, মোঃ আক্তার হোসেন, মোস্তফা জামান এবং সদস্য হাজী মোঃ ইউসুফ, আলাউদ্দিন সরকার টিপু, মোঃ আফাজউদ্দিন, হুমায়ুন কবির রওশন, মোঃ হানিফ মিয়া, হাফিজুর হাসান শুভ্র, হাফিজুর রহমান সাগির, আমজাদ হোসেন মোল্লা, এ্যাড. আফতাব উদ্দিন জসিম, এ বি এম এ রাজ্জাক, আহসান হাবিব মোল্লা, জিয়াউর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন-১১ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক আবুল বাশার ভুঁইয়া।
আয়োজক- এস এ সিদ্দিক সাজু-সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, দারুস সালাম থানা বিএনপি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ঢাকা-১৪ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী।
প্রধান অতিথি’র বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, সম্পূর্ণ অবৈধ উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারী আওয়ামী লীগের কুশাসন ও বিষাক্ত দংশনে সারাজাতি এখন ক্ষতবিক্ষত। আওয়ামী লীগ নিজেদের একচ্ছত্র একদলীয় শাসন দীর্ঘায়িত করার লক্ষ্যে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর পৈশাচিক নির্যাতনে মেতে উঠেছে। তাদের অপশাসনে গোটা দেশ যেন এখন গুম, খুন ও আতঙ্কের ভয়াল দ্বীপে পরিণত হয়েছে। বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে চরম সংকটে দিন কাটাচ্ছে। একটা স্বাধীন দেশে মানুষের বেঁচে থাকার ন্যুনতম গ্যারান্টিটুকুও নেই। গ্যাসের মূল্য আবারো বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধিতে জনজীবন এখন বিপর্যস্ত। কিন্তু অনির্বাচিত আওয়ামী সরকারের তাতে কোন কিছু আসে যায় না। তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের কল্যাণে বিশ^াসী নয়। তাদের কর্তৃত্ববাদী শাসনে দেশের মানুষ এখন বাকরুদ্ধ। এ অবস্থা আর চলতে দেয়া যায় না। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ৭১টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে মিরপুর থানাধীন ০৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সম্মেলন নেতাকর্মীদের প্রাণবন্ত করেছে। তাদের ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামে আওয়ামী অবৈধ সরকারের কর্তৃত্ববাদী শাসন তছনছ হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আমি মিরপুর থানাধীন ০৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি।
প্রধান বক্তার বক্তব্যে জনাব আমিনুল হক বলেন, অব্যাহতভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বেপরোয়া হয়ে উঠেছে। আর এই জুলুমের উদ্দেশ্যই হচ্ছে বিরোধী দলগুলোর অস্তিত্ব মুছে ফেলে নিজেদের একচ্ছত্র স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখা। বর্তমান ভোটারবিহীন জনবিচ্ছিন্ন সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় শাসনকে পাকাপোক্ত করতে নিরবচ্ছিন্নভাবে চক্রান্তজাল বুনে যাচ্ছে। ধারাবাহিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির অংশ হিসেবে আবারো সম্প্রতি গ্যাসের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ^াস অবস্থা। অথচ সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। অবৈধ সরকার কেবলমাত্র জনগণ ও বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ণ চালিয়ে নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতেই ব্যস্ত। জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই, সরকারের তথাকথিত উন্নয়নের গলাবাজি শুনতে শুনতে জনগণ এখন সর্বশান্ত। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে অবৈধ শাসকগোষ্ঠীর মুলোৎপাটনে রাজপথে সাহসী ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। তাই ঢাকা মহানগর উত্তর বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে এবং নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে ৭১টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। জনগণের বিজয় সুনিশ্চিত। আমি মিরপুর থানাধীন ০৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |