আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৯
বিডি দিনকাল ডেস্ক :- নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং ব্যর্থ অযোগ্য বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানায় থানায় বিক্ষোভ পালিত হয়েছে। বিভিন্ন এলাকায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দ্রব্যমূল্য কমানো এবং ব্যর্থ, অযোগ্য বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্লোগাণমূখর মিছিলগুলো থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এ প্রদক্ষিন করে।
শাহবাগ থানা: শাহবাগ থানা বিএনপি নেতা ও ২০ নং ওয়ার্ড সদস্য সচিব রফিকুল ইসলাস স্বপনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সম্মূখ সড়কে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
রমনা থানা: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং ব্যর্থ বাণিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে রমনা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন রমনা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোতালেব রুবেলসহ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। মিছিলটি মৌচাক মার্কেট থেকে শুরু হয়ে মগবাজার হয়ে বেইলী রোডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কদমতলী থানা: কদমতলী থানা বিএনপি নেতা রবিউল ইসলাম দিপু, দেলোয়ার হোসেন ফারুকের নেতৃত্বে কদমতলী থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর ধোলাইপাড় সড়কে বিক্ষোভ মিছিল করে। আরেকটি মিছিলে নেতৃত্ব দেন নগর দক্ষিণ বিএনপি’র সহ সভাপতি ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মীর হোসেন মীরু ও থানার সাংগঠনিক সম্পাদক বাদল রানা।
শ্যামপুর থানা: নগর বিএনপি’র যুগ্ম সম্পাদক ও শ্যামপুর থানার সভাপতি আ.ন.ম. সাইফুল ইসলামের নেতৃত্বে শ্যামপুর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে একটি মিছিল বের করে। একই থানায় অপর একটি মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা তোফায়েল আহমেদ।
ডেমরা থানা: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডেমরা থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছেলে নেতৃত্ব দেন নগর বিএনপি’র সহ সভাপতি ও ডেমরা থানার সভাপতি জয়নাল আবেদীন রতন ও নগর বিএনপি’র সহ সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সিনি. সহ সভাপতি আকবর হোসেন ভূইয়া নান্টুসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খিলগাও থানা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সহ সভাপতি ও খিলগাও থানার সভাপতি ইউনুস মৃধার নেতৃত্বে খিলগাও থানার একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক ও থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফারুক উল ইসলাম।
বংশাল থানা: বংশাল থানা বিএনপির সভাপতি তাজ উদ্দিন তাইজু ও সাধারণ সম্পাদক ও ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন আহমেদের নেতৃত্বে বিএনপি’র নেতাকর্মীরা নয়াবাজারস্থ নগর বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হয়।
সূত্রাপুর ও ওয়ারী থানা: সূত্রাপুর ও ওয়ারী থানা বিএনপির যৌথ উদ্যোগে রায়সাহেব বাজার হতে শুরু করে টিপু সুলতান রোডে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ওয়ারী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুক্তো ও সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আজিজুল ইসলাম ওয়ারী থানা বিএনপি নেতা এড. মাহফুজুর রহমান মনা, সূত্রাপুর থানা বিএনপি নেতা রাম সাহা সুমনসহ প্রমূখ থানার নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
কলাবাগান থানা: কলাবাগান থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে।
কোতয়ালী থানা: কোতয়ালী থানা বিএনপি’র সভাপতি হায়দার আলী বাবলা, সাধারণ সম্পাদক আনোয়ার উল আজিম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদের নেতৃত্বে রাজধানীর সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কামরাঙ্গীচর থানা: কামরাঙ্গীচর থানা বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অযোগ্য, ব্যর্থ বাণিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ এবং লালবাগ থানায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করায় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী-খান সোহেল ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার মহানগরীর সকল স্থরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আগামী ১১ জানুয়ারী ২০২১ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সম্মূখে নির্লজ্জ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানান।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |