আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:১২
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ঘোষিত থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা ও শাহজাহানপুর থানা বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশের পর একটি মিছিল বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে কাকরাইল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
নিউমার্কেট থানা ঃ মহানগর বিএনপি নেতা ও থানা বিএনপি’র সাবেক সভাপতি এড. মকবুল হোসেন, ১৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাত্তার ও সাধারণ সম্পাদক আমির হোসেনের নেতৃত্বে নিউমার্কে থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল বাটা সিগন্যাল থেকে শুরু হয়ে কাঁটাবন গিয়ে শেষ হয়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন।
নিউমার্কেট থানা বিএনপি’র অপর একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপি নেতা হাজী জাহাঙ্গীরের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়।
কোতয়ালী থানা ঃ ইসলামপুর চায়না মার্কেটের সামনে থেকে মিছিল শুরু হয়ে বাবুবাজার গিয়ে শেষ হয়। মিছিলে মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভুঁইয়া, থানা বিএনপি’র সাবেক সভাপতি হায়দার আলী বাবলা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বংশাল থানা ঃ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বংশাল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি মিছিল নর্থ সাউথ রোড থেকে শুরু হয়ে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন—বংশাল থানা বিএনপি’র সাবেক সভাপতি তাজ উদ্দিন আহমেদ তাইজু, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আদিল, যুবদল নেতা মোঃ সেন্টু, ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হাজী সিরাজ উদ্দিন সিরাজ, ৩৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাজিমুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ডালিম হোসেন, ৩৫ নং ওয়ার্ড বিএনপি নেতা রোলেক্স পারভেজ হ্যাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল, ৩১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এড. হাসান মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
সূত্রাপুর থানা ঃ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তারের নেতৃত্বে সূত্রাপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি বিক্ষোভ মিছিল সূত্রাপুর নতুন রাস্তায় অনুষ্ঠিত হয়। মিছিলে অন্যান্যের মধ্যে নেতৃত্ব দেন সূত্রাপুর থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ও সাবেক ছাত্রনেতা সনজিৎ কুমার দেব জনি।
শ্যামপুর থানা ঃ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলামের নেতৃত্বে শ্যামপুর থানা বিএনপি’র একটি বিক্ষোভ মিছিল ধোলাইপাড়ে অনুষ্ঠিত হয়। মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন শ্যামপুর থানা বিএনপি’র সাবেক সিনিয়র সহ—সভাপতি মোজাম্মেল হোসেন সিকদার, ৫১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম, ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শুভ সিকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শ্যামপুর থানা বিএনপি’র অপর একটি বিক্ষোভ মিছিল মীরহাজীরবাগ মধ্যপাড়া থেকে শুরু হয়ে দোলাইপাড়ে এসে পুলিশের বাধায় শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন—বিএনপি নেতা হাজী জাকির হোসেন, শ্যামপুর থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব মাওলা হিমেল, কবির, মামুন, পিন্টু, থানা যুবদলের সাবেক সভাপতি জামাল উদ্দীন, শ্রমিক দলের সভাপতি হারুন অর রশীদ, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কামরাঙ্গীর চর থানা ঃ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক ও কামরাঙ্গীর চর থানা বিএনপি’র সাবেক সভাপতি হাজী মনির হোসেনের নেতৃত্বে কামরাঙ্গীর চর থানা বিএনপি’র একটি বিক্ষোভ মিছিল ঝাউজর আব্দুস সালাম সড়ক থেকে শুরু করে বেড়ী বাঁধে এসে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আওলাদ হোসেন, বিএনপি নেতা সামীর, পারভেজ, খায়রুল সহ সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কামরাঙ্গীর চর থানা বিএনপি’র অপর একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈমের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
হাজারীবাগ থানা ঃ হাজারীবাগ থানা বিএনপি’র বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন—মহানগর বিএনপি নেতা হাজারীবাগ থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ডাঃ ফয়সাল আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কলাবাগান থানা ঃ কলাবাগান থানাধীন ১৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কলাবাগান স্টাফ কোয়ার্টারের সামনে থেকে শুরু হয়ে কলাবাগান বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মঈনু’র নেতৃত্বে যুবদলের কলাবাগান থানা শাখার সদস্য সচিব শাহ আলম সৈকত, শ্রমিক দলের থানা শাখার সভাপতি রাসেল, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক, ছাত্রদল থানা শাখার সভাপতি সৈকত, স্বেচ্ছাসেবক দলের থানা শাখার সাধারণ সম্পাদক সজীব, মহিলা দল নেত্রী সুমি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা ঃ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক ইউনুস মৃধার নেতৃত্বে খিলগাঁও চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে এসে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য ও খিলগাঁও থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এড. ফারুকুল ইসলাম, নগর বিএনপি নেতা ও সবুজবাগ থানা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, নগর বিএনপি নেতা ও মুগদা থানা বিএনপি’র সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী চায়না, নগর নেতা ও মুগদা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর শামসুল হুদা কাজল, সবুজবাগ থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ধানমন্ডি, যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, গেন্ডারিয়া, ওয়ারী, চকবাজার ও লালবাগ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্ব স্ব থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর বিএনপি—দক্ষিণ সদস্য ও দপ্তরের চলতি দায়িত্ব সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |