আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫১
বিডি দিনকাল ডেস্ক:-ঢাকা বিশ^বিদ্যালয়সহ সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী বাহিনীর হামলা এবং নেতাকর্মীদেরকে জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহনগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “অবৈধ সরকারের প্রধান কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নোবেল বিজয়ী ড. ইউনুস সহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটুক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল যখন সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে ঠিক সেই মূহুর্তে পতনের আশঙ্কায় আতঙ্কিত এবং দিশেহারা আওয়ামী সরকার তাদের অপকর্মের দোসর ছাত্রলীগ নামক নোংরা জানোয়ারদেরকে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর লেলিয়ে দিয়েছে। এরা এতই নোংরা মানসিকতার যে, তারা ছাত্রদলের মেয়েদের গায়েও হাত দিতে দ্বিধা করেনি। নেতৃদ্বয় বলেন, এদের এহেন কার্যকলাপ অবশ্য নতুন কিছু নয়, সেই স্বাধীনতা পরবর্তী সময়ে ডাকসু’র ব্যালট বাক্স ছিনতাই থেকে শুরু, হাল আমলে নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্র-ছাত্রীদের ওপর হেলমেট পরে হাতুড়ি চালানো, নিউমার্কেটের চাঁদাবাজি, টাকা না দিয়ে পাঞ্জাবী লুটে নেয়ার মতো সহ¯্র অপকর্মের সাথে ধর্ষণের সেঞ্চুরি পালনেরও ইতিহাস রয়েছে।
সালাম-মজনু বলেন, আজ সময় এসেছে এই সমস্ত অপকর্মকারীদের প্রতিরোধের। দলমত নির্বিশেষে আজ এই সকল জানোয়ারদের প্রতিহত করে শিক্ষাঙ্গনকে কলুষমুক্ত করা জরুরী।
নেতৃদ্বয় সারাদেশে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও নেতাকর্মীদেরকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এইসব ঘটনায় যুক্ত ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |