আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩৭
বিডি দিনকাল ডেস্ক : মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কতিপয় নেতাকর্মীদেরকে আদালত কর্তৃক সাজা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহনগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “দেশের আইন, আদালত সবকিছুই এখন বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নির্দেশ মোতাবেক চলছে। বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আইন, আদালতকে হাতিয়ার বানিয়েছে। দেশ এখন চলছে সম্পূর্ণরুপে ফ্যাসিবাদী কায়দায়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও গায়েবী মামলা দায়ের এবং আদালত কর্তৃক কারাদন্ডাদেশ প্রদানের মাধ্যমে দেশে জুলুমের শাসন চালানো হচ্ছে। দেশকে বিরোধী দলশুন্য করতেই বর্তমান কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পাইকারী হারে মিথ্যা মামলা দায়ের ও আদালতকে দিয়ে সাজা প্রদান করছে। তবে এসব অপকর্ম করে পার পাবে না সরকার। সরকার দেশ শাসনে সর্বক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদেরকে বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে বেপরোয়া হয়ে গেছে। আর এরই অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা মোহাম্মদ নাঈম, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, সোহেল বেপারী, রফিকুল ইসলাম, মোহাম্মদ সেলিম, আহম্মদ হোসেন, আব্দুল সালাম, এলেম হোসেন ও কবির হোসেনকে আদালত কর্তৃক মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দেয়া হয়েছে।
সরকারের সকল অপকর্ম ও ভয়াবহ দুঃশাসনে জর্জরিত জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আওয়ামী সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।”
নেতৃদ্বয় অবিলম্বে উল্লিখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা ও সাজা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |