আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৯
বিডি দিনকাল ডেস্ক:- ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালী থানাধীন ৩৬ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, শ্যামপুর থানাধীন ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, মোঃ খোকন, মোঃ ইয়ামিন এবং ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোকসেদ হোসেন—কে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে জনগণ যখন রাজপথের আন্দোলন—সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করছে তখন বর্তমান স্বৈরাচার সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হিং¯্রতার ছোবল ব্যাপকভাবে বিস্তার করেছে। ঢাকা মহানগর দক্ষিণকোতোয়ালী থানাধীন ৩৬ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, শ্যামপুর থানাধীন ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, মোঃ খোকন, মোঃ ইয়ামিন এবং ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোকসেদ হোসেন—কে গ্রেফতারের ঘটনা কতৃর্ত্ববাদী সরকারের দ্বারা সংঘটিত সেই হিং¯্রতারই ধারাবাহিকতা। বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকার অবৈধ ক্ষমতার দাপটে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে লাগামহীন হয়ে উঠেছে। মানুষের জানমালের নিরাপত্তা বলতে এখন কিছুই অবশিষ্ট নেই। মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। তাই বর্তমান আওয়ামী অবৈধ সরকারের নিষ্ঠুর ও ভয়াবহ দুঃশাসন থেকে পরিত্রাণ পেতে জনগণ রাস্তায় নেমে এসেছে। নিশিরাতের সরকারের পতন আন্দোলনে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না। জনগণের বিজয় হবেই।”
নেতৃদ্বয় অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |