আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫২
বিডি দিনকাল ডেস্ক :- আজ ২৯ নভেম্বর ২০২১, সোমবার বিকেল ৪ টায় সাবেক কমিশনার শামসুল হুদার বাসভবনে ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানাধীন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও টীম-৪ এর প্রধান নবী উল্লাহ নবী’র সভাপতিত্বে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব। সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক এস কে সিকান্দার কাদির, সদস্য লোকমান হোসেন ফকির, এস এম আব্বাস, শামসুল হুদা কাজল, ফজলে রুবাইয়াৎ পাপ্পুসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি’র বক্তব্যে আফরোজা আব্বাস বলেন, ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল ৩০ নভেম্বর মঙ্গলবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার জন্য সবার ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশনেত্রীর শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন, তাঁর সুচিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার বিকল্প নেই।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু তার বক্তব্যে ৩০ নভেম্বরের সমাবেশ সফল করতে সকল থানা ও ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশনেত্রীর মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামীকালের সমাবেশ সফল করতে হবে। দেশনেত্রীকে বিদেশ না পাঠানো পর্যন্ত সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও জোরদার করতে হবে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |