আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫১
বিডি দিনকাল ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের ৬ থানার ওসিসহ পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
আদেশে বলা হয়, যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে। তেজগাঁও থানার ওসি কাজী আবুল কালামকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। শ্যামপুর থানার ওসি মো. মফিজুল আলমকে যাত্রাবাড়ী থানার ওসি করা হয়েছে। শ্যামপুর থানার দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের পরিদর্শক মো. নজরুল ইসলামকে। কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমানকে মতিঝিল থানায় বদলি করা হয়েছে। কোতোয়ালি থানার দায়িত্ব পেয়েছেন ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক মো. শাহীনুর রহমান। মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে ডিএমপির অপরাধ বিভাগে বদলি করা হয়েছে। বংশাল থানার ওসি আবুল খায়েরকে বদলি করা হয়েছে ডিএমপির অপারেশন বিভাগে।
বংশাল থানার ওসির দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের পরিদর্শক মো. মজিবুর রহমান। এছাড়া যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির ডিবি সাইবার স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মো. আজহারুল ইসলামকে। হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) এর দায়িত্ব পেয়েছেন গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) প্রেমদাস রায়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |