- প্রচ্ছদ
-
- মিডিয়া
- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যভুক্ত অসংবাদিক ও দলীয় ক্যাডারমুক্ত ভোটার তালিকার দাবিতে বিক্ষোভ সমাবেশ
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যভুক্ত অসংবাদিক ও দলীয় ক্যাডারমুক্ত ভোটার তালিকার দাবিতে বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: ২ মে, ২০২৩ ৮:২৫ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দিক বিশেষ প্রতিনিধি:–রবিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর জাতীয়তাবাদে বিশ্বাসী সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ ভোটার তালিকা থেকে অসাংবাদিকদের বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নির্বাচনের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিক নেতৃবৃন্দ ।
তারা বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজেকে আগাছা মুক্ত করতে হবে। তারা অবিলম্বে নির্বাচন স্থগিত ঘোষণা করার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিশিষ্ট সাংবাদিক নেতা এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সিনিয়র সাংবাদিক আউয়াল ঠাকুর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মহসিন খান, সিনিয়র সাংবাদিক মাহমুদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আওয়াল ঠাকুর বলেন আমার ৪০ বছর সাংবাদিকতার বয়স অথচ ডিইউজের ইফতার পার্টিতে যাদের দেখতে পেয়েছি তারা সাংবাদিক কি না আমি তাদেরকে চিনিনি, তারাও আমাকে চিনতে পারেনি। সুতরাং এসব অসংবাদিকদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে বিতাড়িত করতে হবে।
শওকত মাহমুদ বলেন, অনতিবিলম্বে নির্বাচন স্থগিত ও ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, এজিএম এর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে জঙ্গি তাড়ানোর ঘোষণা দেন ।
তিনি জাতীয়তাবাদে বিশ্বাসী সকল সাংবাদিক সদস্যদের নিয়ে অ্যাডহক কমিটি গঠন করারও নির্দেশ দেন। সকল জাতীয়তাবাদে বিশ্বাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। তিনি বলেন, বিএনপিতে আমার পদ আছে কি নাই সে বিষয়ে আমি ভাবছি না। ডিইউজে সদস্যদের মর্যাদার লড়াইয়ে আমি আছি থাকবো। ।
Please follow and like us:
20 20