আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৮
মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:-ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা রোধে থ্রি হুইলার চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে থানা পুলিশ শায়েস্তাগঞ্জ!
বুধবার (১৬ নভেম্বর২২) ইং দুপুরে মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশ!
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে বাহুবল উপজেলার বড়চর পর্যন্ত ৫৫ কিলোমিটার এলাকা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টসহ অভিযান অব্যাহত রয়েছে।
, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে থ্রি-হুইলার আটক করা হয়!
এসময় বেশ কয়েকটি অটোরিকশা আটক করে মামলা দেওয়া হয়!
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম ভূঁইয়া বলেন,উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকে বিশেষ অভিযান পরিচালনা করছি।
নিষিদ্ধ থ্রি হুইলার অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকার যান মহাসড়কের উঠলেই ব্যবস্থা নেওয়া হবে!
দুর্ঘটনা প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |