আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৮
কামরুল হাসান বাবলু :- সম্প্রতি পাবনা এবং শনিবার ঢাকা-৫ ও নওগাঁ-৬-এর জাতীয় সংসদের উপ নির্বাচনে আওয়ামী লীগ এবং সরকার দলীয় সন্ত্রাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে এবং কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে সিল মেরে বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করে বিএনপি’র প্রার্থীর উপর বর্বরোচিত হামলা করে।
আর এরেই প্রতিবাদে আজ ১৮অক্টোবর রবিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাড্ডা গুদারাঘাট থেকে শুরু হয়ে প্রগতি স্মরনী এসে শেষ হয়। এই সময় বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েকশত নেতাকর্মীরা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে নানা স্লোগানে মুখর ছিলেন ।
বিক্ষোভ মিছিল পূর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক বলেছেন, আর ঘরে বসে থাকার সময় নাই ।দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে ।আজ আমরা উত্তর বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা যে ভাবে রাস্তায় নেমে এসেছি ঠিক এই ভাবেই এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ।আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হকের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসাধারণ সম্পাদক মাহবুবুল করিম জাফর,তহিরুল ইসলাম তুহিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম এ রাজ্জাক, ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক গাজী রেজাওয়ানুল হক রিয়াজ,ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,বনানী থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু,তাজুল ইসলাম চেয়ারম্যান, আব্দুল কাদের বাবু,ফারুক হোসেন ভূইয়া,মাহবুবুল ভূইয়া শাহিন,দ্বীন ইসলাম, আবদুল আউয়াল, মজিবুল হক,হুমায়ুন কবির সহ বিএনপি’র ঢাকা মহানগর উত্তর এর থানা ও ওয়ার্ড এবং যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।এই দাবিতে সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দু’দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে গতকাল ।আগামী কাল ১৯ অক্টোবর সোমবার সারা দেশে মহানগর ও জেলা সদরে এবং ২০ অক্টোবর মঙ্গলবার থানা/উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি দেয়া হলো।।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |