আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪২
বিডি দিনকাল ডেস্ক:- কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এরই অংশ হিসেবে রোববার সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ কর্মসূচি ছিল কেন্দ্রীয় ছাত্রদলের। কিন্তু বিক্ষোভ শুরুর আগে সকাল সোয়া দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের নিকটস্থ কয়েকটি হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। জানতে চাইলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন বলেন, আমরা মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শামসুন্নাহার হলের সামনে আসলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের মিছিলে হামলা করা হয়। আমরা তাদেরকে শত বাধা দেয়ার পরও আমাদের উপরে হামলা চালায় ছাত্রলীগ।
এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে এমন হামলার ঘটনা ন্যক্কারজনক।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনির মুক্তির দাবিতে একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |