আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানসহ প্রক্টরিয়াল বডির ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান নিজেই পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ব্যক্তিগত কারণ দেখিয়ে মাননীয় উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি এবং সহকারী প্রক্টর ১৩ জন পদত্যাগপত্র জমা দিয়েছি। বাকি একজন সহকারী প্রক্টর সীমা ইসলাম ছুটিতে দেশের বাইরে থাকায় তিনি দিতে পারেননি।
রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে অফিস বন্ধ থাকায় পদত্যাগপত্র আমার কাছে পৌঁছায়নি। ভিসি অফিস গ্রহণ করতে পারে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ই এপ্রিল ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর এম মাকসুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |