আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৭
বিডি দিনকাল ডেস্ক :- আজ সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ‘তফসিল নাটক’ বন্ধ করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মত্ত-উদ্ভ্রান্ত হয়ে গেছে সরকার। শেখ হাসিনা তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেয়ার পাঁয়তারা শুরু করেছে। আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই- এই তফসিল নাটক বন্ধ করুন। আগে পদত্যাগ করুন। কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা দিন। এই দলদাস আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করুন। তারপর তফসিল। দাবি না মানলে পরিণতি হবে ভয়ংকর।
আজ সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এই তফসিলে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। কেয়ারটেকার সরকার ছাড়া কোন নির্বাচন হবে না। জনগণ ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল মারার কোন প্রহসনের পাতানো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দিবে না।
বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগ কখনোই ‘সোস্যাল হারমোনি ও ডেমোক্রোসিতে’ বিশ্বাসী নয়। প্রতিপক্ষের বিরুদ্ধে ঘৃণার প্রচার ও প্রসারের সংস্কৃতি তৈরি করে। এজন্যই কুৎসিত ভাষায় আক্রমণ, কু-বাক্য ব্যবহার, টিপ্পনী কাটাসহ নানামাত্রার জুলুম ও নিষ্ঠুরতা নামিয়ে আনা হয় বিরোধী দলের উপর। কিন্তু এই জবরদস্তিমূলক দুঃশাসন যেকোনো মুহূর্তে উল্টে যেতে পারে সেটি আওয়ামী লীগ কখনো চিন্তা করে না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪২০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপির আন্দোলন দমনের নামে আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাসে পাঁচ শত মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার মানুষ। আগুন-সন্ত্রাসের শিকার হয় আগুনে ঝলসানো শরীর নিয়ে পঙ্গুত্ববরণ করেছে অগ্নি-সন্ত্রাসের শিকার হাজারো মানুষ। এই দলের কাছে শেখ হাসিনার কোন বিকল্প নাই। এখন বিরোধী নেতাকর্মীদের জেলে পুরে স্বস্তি পাচ্ছেন না। যারা রাজপথে আছে তাদেরকে আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছেন। শেখ হাসিনাকে বিনাভোটে ক্ষমতায় রাখার জন্য বর্তমানে র্যাব-পুলিশের ইউনিফর্ম পরে যারা বিরোধী দল ও মতের হাজার হাজার মানুষকে গুম খুন অপহরণ করছেন, তাদের সবার শেখ হাসিনার প্রকৃত স্বরূপ সম্পর্কে জেনে রাখা দরকার। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়ে যে ঘৃনাভাষণ দিয়েছিলেন সেটি আমি বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে চাই।
‘সামরিকতন্ত্র বনাম গনতন্ত্র‘ এই নামে শেখ হাসিনার নিজের লেখা একটি বই প্রকাশিত হয়েছে ১৯৯৪ সালে। বইয়ের ৫৩ পৃষ্ঠায় দেখা যায়, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা প্রকাশ্যেই পুলিশ-বিডিআর-সেনাবাহিনীকে হত্যার হুমকি দিয়েছেন। এমনকি হত্যার জন্য তার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়ে বলেছেন, লাশের বদলে লাশ চাই।
শেখ হাসিনা বলেছেন, ‘সেনা ছাউনিতে বসে বন্দুকের নল চেপে পুলিশ, বিডিআর, সেনাবাহিনীকে ব্যবহার করে জনগণের ভোট কেড়ে নেবে আমরা তা মেনে নেবোনা। আমরা তা হতে দেবোনা। পুলিশ, বিডিআর, সেনাবাহিনীকে বলতে চাই -আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। জনগণের বিরুদ্ধে বন্দুক তুলে ধরবেন না। বাংলার জনগণ তাহলে আপনাদের রেহাই দেবে না। সঙ্গে সঙ্গে বলতে চাই, পাকিস্তানী সেনাবাহিনী তাদের পরিবার পরিজন পাকিস্তানে রেখে এসেছিল। কিন্তু আজকের পুলিশ, বিডিআর, সেনাবাহিনীর আত্মীয়স্বজনরা বাংলার গ্রামে-গঞ্জে বাস করে। এদের আত্মীয়স্বজনদের ঠিকানা খুঁজে বের করুন, সতর্ক করে দিন। হুশিয়ার করে দিন। আর যদি এদেশের মানুষের বুকের উপর গুলি চালানো হয়, আর যদি এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, আপনাদের প্রতি আমার আহ্বান প্রতিশোধ নেবেন। লাশের পরিবর্তে লাশ চাই। আমি এই নির্দেশ দিচ্ছি’।
শেখ হাসিনা যে অবস্থার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী, বিডিআর আর পুলিশকে হত্যার জন্য দলের নেতাকর্মীদের লাশের বদলে লাশ ফেলার নির্দেশ দিয়েছেলেন বর্তমানে তার চেয়েও ভয়ংকর পরিস্থিতি বিরাজমান। তবুও বিএনপি কখনোই শেখ হাসিনার মতো প্রতিহিংসা এবং জিঘাংসার রাজনীতি কিংবা আইন নিজ হাতে তুলে নেয়ার জন্য কর্মীদের নির্দেশ দেয়নি। অথচ, আওয়ামী লীগ নিজেদের এবং নিজেদের নেত্রীর সন্ত্রাসী চরিত্র ভুলে গিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছে। কারন তাদের মূল লক্ষ্য হচ্ছে আরেকটি ভূয়া ভোট করে ক্ষমতা দীর্ঘাস্থায়ী করার পরিকল্পনা বাস্তবায়ন করা।
শেখ হাসিনার মতো আওয়ামীলীগের নেতা-মন্ত্রী এমপিরা খুন, গুম, চোখ তুলে নেয়া, জবাই করা,হাত-পা কেটে দেয়া, গুলি করে মারার হুমকীতে দেশের বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের মানুষেরাও আতংকে থাকেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে তার গুলশান অফিসের দরোজা পর্যন্ত আওয়ামীলীগের নেতা গেলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। আপনাদের নিশ্চয়ই স্মরন আছে, শেখ হাসিনার বিনা ভোটের সরকারের শরিকদল জাসদের একাংশের সাবেক সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাবেক এমপি মরহুম মঈন উদ্দীন খান বাদল ২০১৪ সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে গুলি করে হত্যার হুমকী দেন। অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করার তাগিদ দেয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রকে রাষ্ট্রদূত পিটার ডি হাসকে একের পর এক হত্যার হুমকী দিচ্ছে আওয়ামীলীগ-ছাত্রলীগ নেতারা। এমনকি এই হুমকীর বিরুদ্ধে মামলা করতে গেলে খারিজ করে দিচ্ছে আওয়ামী আদালত। চট্টগ্রামের বাঁশখালীর আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী পিটার হাসকে পেটানোর হুমকি দেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী হাসান ইনান পিটার হাসকে জবাই করার হুমকি দেন। কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম পিটার হাসকে খুন করার হুমকী দিচ্ছেন। অথচ হুমকীদাতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিদেশীরাও আছেন চরম আতংকে। এর আগেও আমেরিকান রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উপরে হামলা হয়েছিলো, সেটার কোনো বিচার আজও হয় নাই। বাংলাদেশে শুধু বাংলাদেশীরা নয় বিদেশীরাও ঘৃণাদূষিত বাতাবরণের মধ্যে বসবাস করছে।
আমি আইনশৃঙ্খলা বাহিনীধারা নিখোঁজ থাকা ছাত্রদল নেতাদের জনসম্মুখে হাজির করা এবং আহতদের সুস্থ্যতা কামনা ও গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির জোর দাবী জানাচ্ছি।
এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গত ২৪ ঘন্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের
মোট গ্রেফতার : ৪২০ জনের অধীক নেতাকর্মী।
মোট মামলা : ১১ টি
মোট আসামী : ১৩৫০ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত)
মোট আহত : ৩৫ জনের অধীক নেতাকর্মী।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪/৫ দিন পূর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত মোট
গ্রেফতার : ১১৬৭০ জনের অধীন নেতাকর্মী
মোট মামলা : ২৬০ টির অধিক
মোট আহত : ৪০৩১ জনের অধিক নেতাকর্মী
মৃত্যু : ১৩ জন (সাংবাদিক ১ জন)
গত ২৮ ও ২৯ জুলাই ২০২৩ তারিখ হতে অদ্যাবধি বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ঃ-
মোট গ্রেফতার : ১৪৬৫১ জন
মোট মামলা : ৬৫৩ টির অধিক
মোট আসামী : ৫২৯৭৮ জন
মোট আহত : ৬১২২ জনের অধীক নেতাকর্মী
মোট মৃত্যু : ১৩ জন (সাংবাদিক ০১ জন)
মিথ্যা মামলায় সাজা : মোট ১৭টি মামলায়ঃ ৯ জনের মৃত্যুদন্ডাদেশ ও প্রায় ১১১ জনের অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।PRESS BRIEFING OF BNP SENIOR JOINT SECRETARY GENERAL-14-11-2023
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |