আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৩
আগামী ১৫ই জানুয়ারি কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা কমিটির কাউন্সিল ঘিরে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় মো. আবুল হাছান রতন (৫৫) নামে বিএনপি’র এক নেতা নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আবুল হাছান রতন বানাইল গ্রামের মৃত নুরুল হুদার ছেলে। তিনি রাউতি ইউনিয়ন বিএনপি’র দুবারের সভাপতি। এছাড়া আহতরা হলেন- খালিদ (২২), রাসেল (২৭) ও হৃদয় (১৮)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুপুরে রতনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখেই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মী।
বিএনপি ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল আয়োজনের জন্য আগামী ১৫ই জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি পদপ্রত্যাশী হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছাইদুজ্জামান মোস্তফা এবং সদস্য সচিব সারোয়ার হোসেন লিটন তৎপরতা চালিয়ে আসছেন। এই দুই নেতাকে ঘিরে দীর্ঘদিন ধরে দুই শিবিরে বিভক্ত তাড়াইল উপজেলা বিএনপি। এর মধ্যে রাউতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি রতন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছাইদুজ্জামান মোস্তফার পক্ষে তৎপরতা চালিয়ে আসছিলেন। অন্যদিকে বানাইল গ্রামেরই বিএনপি নেতা গিয়াসউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব সারোয়ার হোসেন লিটনের পক্ষে সক্রিয়ভাবে তৎপরতা চালিয়ে আসছিলেন। গিয়াস উদ্দিন রাউতি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সদস্য। কাউন্সিলকে সামনে রেখে গিয়াস উদ্দিনের সভাপতিত্বে শনিবার রাতে বানাইল গ্রামে একটি গণসংযোগ মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে রাউতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি রতন সম্পর্কে নেতিবাচক কথাবার্তা হয়। রতন ও গিয়াস উদ্দিন প্রতিবেশী এবং নিকটাত্মীয়। রোববার সকালে রতন রাতের মিটিংয়ের বিষয়ে গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গিয়াস উদ্দিনের নেতৃত্বে তার লোকজন রতনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে তিন ভাতিজা খালিদ, রাসেল ও হৃদয় এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। হামলার পর মুমূর্ষু অবস্থায় রতনকে উদ্ধার করে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত তার তিন ভাতিজাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহনূর শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রতনের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এদিকে হামলাকারী গিয়াসউদ্দিন তার সমর্থক নয় দাবি করে সভাপতি পদপ্রত্যাশী তাড়াইল উপজেলা বিএনপির সদস্য সচিব সারোয়ার হোসেন লিটন বলেন, তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা। এটা সম্পূর্ণই তাদের পারিবারিক ইস্যু। এটা কোনোভাবেই অন্যদিকে ঘুরানোর কোনো সুযোগ নাই।
এ ব্যাপারে তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছাইদুজ্জামান মোস্তফা বলেন, উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। শনিবার রাতে রাউতি ইউনিয়ন বিএনপির একটি মিটিং হয়। ওই মিটিংয়ে রাউতি ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি আবুল হাছান রতনকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখা হয়। এই বক্তব্যের প্রতিবাদ করায় তাঁর ওপরে হামলা করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ওদের মধ্যে পারিবারিক বিরোধ ছিলো আগে থেকেই। এরাতো তাড়াইল বিএনপির কোনো পদে ছিলো না। পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনা সংগঠিত হয়েছে। দলীয়ভাবে তদন্ত করে আমরা দেখবো কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত ও কি কারণে ঘটনাটি ঘটেছে। যদি দলীয় নেতৃবৃন্দ জড়িত থাকে তবে আমরা তো জেল ফাঁসি দিতে পারবো না। আমরা তাদের দলীয় শাস্তির আওতায় আনবো। ঘটনার বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনো কাউকে আটক করা যায়নি।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |