আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৪
বিডি দিনকাল ডেস্ক : ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’- ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বক্তব্য নিয়ে মানবজমিন ও নিউএজে প্রকাশিত দুটি প্রতিবেদন আপিল বিভাগের নজরে এনেছেন সংবিধানের অন্যতম প্রণেতা ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
বুধবার বেলা সাড়ে ১১টার কিছু পর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এই বিষয়টি নজরে আনেন। আদালতে মানবজমিনে প্রকাশিত প্রতিবেদনের একাংশ পড়ে শোনান ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মশিউজ্জামানকে (বারের গত নির্বাচনের সাব কমিটির প্রধান) আমরা মনে করতাম, ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেবো। ব্যারিস্টার আমীর বলেন, তার এই বক্তব্যে আনফরচুনেটলি…।’ এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা বক্তব্য ভালো করে পড়ে দেখি। তারপর কী করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
পরে ব্যারিস্টার আমীর-উল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন।তিনি বিচারপতি সুলভ দায়িত্ব পালন করেছেন।সূত্র : মানবজমিন
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |