আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:২৪
এম, এ কাশেম : উদার মনোভাবাপন্ন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’ লন্ডনে থাকাবস্থায় ‘করোনা’ কালিন দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী সহ সাধারন সমর্থক/মানুষের অভাগ্রস্থতার মধ্যে সামর্থানুযায়ি দলের সকল পর্যায়ে থাকা সামর্থবান দলীয়-নেতাদের সম্পৃত্ত হয়ে সম্ভব সাহার্য-সহযোগীতা করার মানসিকতা রেখে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আর তার-ই নির্দেশের নিমিত্তে সারা দেশের বিভিন্ন স্থানে দলগত ভাবে ‘হেল্প সেল’ নামক একটি কমিটি গঠন করা হয়েছে। কোনো না কোনো সবথানে সে সব কমিটি গুলো ইতিমধ্যে অনেক জায়গায় তাদের কার্যক্রম ও শুরু করে দিয়েছে। যার প্রশংসা ও ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সারা দেশের বিভিন্ন স্থানের মতো উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলাতে ও নাকী মীরসরাই উপজেলা বিএনপি’র মেয়াদোতির্ন কমিটির আহবায়ক নুরুল আমিন কে আহবায়ক ও দলের সদস্য সচিব সালাহ উদ্দিন চেয়ারম্যান কে সদস্য সচিব করে একটি ‘হেল্প সেল’ কমিটি গঠন করে দেয়া হয়েছে উত্তর জেলা বিএনপি’র নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক গোলাম আকবর খোন্দকার কর্তৃক। প্রায় সপ্তাখানেকের ও বেশী সময় ওই কমিটির মেয়াদ পেরীয়ে গেলে ও এখন পর্যন্ত চলমান ‘লক্ ডাউন’র কবলে পড়ে দলের অভাবগ্রস্থ কোনো পরিবার বা দলীয় কোনো নেতা-কর্মী এমন কি সাধারণ কোনো মানুষ-ই যে ওই ‘হেল্প সেল’র কোনো সাহার্য-সহযোগীতা পেয়েছেন এমন খবর পাওয়া যায়নি! এ প্রসঙ্গে-বিএনপি, যুব ও ছাত্রদলের দায়িত্বে থাকা কয়েক জন নেতার সাথে যোগাযোগ করে জানতে চাইলে তারা ও কেউ ওই হেল্প সেল’র পক্ষ থেকে কাউকে কোনো ধরণের সাহার্য-সহযোগীতা করা হয়েছে এমন খবর জানাতে পারেনি। এ বিষযে দলের নিবেদিত প্রাণ নেতা-কর্মী (কোনো ব্যাক্তির পক্ষাবলম্ভনকারি বা কোনো গ্রুপিয় নেতা-কর্মী নয়) রা অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছে-নব গঠিত উক্ত ‘হেল্প সেল’র আহবায়ক নুরুল আমিন ও সদস্য সচিব দু;জন-ই মীরসরাই বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব’র দায়িত্ব কাধে নিয়ে বছরের পর বছর ধরে মীরসরাই ছেড়ে চট্টগ্রাম শহরের বাসা/বাড়িতে অবস্থা করে নিজেরা আরাম আয়েসে দিন-রজনী পার করে গেলে ও কিন্তু দলীয় নেতা-কর্মী ও তাদের পরিবার-পরিজনরা এবং দলের সাধারণ সমর্থক/মানুষরা কে কি অবস্থায রয়েছে তার খবর নেয়ার প্রয়োজন কি তা অনুভবে নেযার ‘গরজ’ মনে করেনি সেখানে তাদের দু’জন কে ফের ‘হেল্প সেল’ নামক কমিটির আহবায়ক ও সদস্য সচিব করার কতোটা যুক্তি সঙ্গত ? দলের অনেক প্রবীণ নেতা/ব্যাক্তি এ প্রতিবেদকের কাছে অনুরোধ রেখে বলেছেন-কারো পক্ষে বা বিপক্ষে নয় সত্যটা তুলে ধরুন যাতে করে দলের অভাবগ্রস্থ সাধারণ নেতা-কর্মী ও তাদের পরিবার-পরিজন এবং দলের সাধারণ সমর্থক/মানুষ’রা উক্ত নব গঠিত মীরসরাই উপজেলা বিএনপি’র ‘হেল্প সেল’র পক্ষ থেকে র কোথা ও কি কেউ কোনো সাহার্য-সহযোগীতা পেয়েছে? অনুরোধ : বিয়টি দলের কোনো গ্রুপিয় নেতা বা কারো পক্ষে বা বিপক্ষে নেয়ার মানসিকতা কেউ রাখবেন না প্লিজ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |