- প্রচ্ছদ
-
- এক্সক্লুসিভ
- তারেক রহমানের নির্দেশনায় ত্রিশালের সেই শিশুর দুই ভাই-বোনকে স্কুলে ভর্তি
তারেক রহমানের নির্দেশনায় ত্রিশালের সেই শিশুর দুই ভাই-বোনকে স্কুলে ভর্তি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই নবজাতকের দুই ভাই-বোনের লেখাপড়া এবং তাদের পরিবারের দ্বায়িত্ব গ্রহন করেছেন:আতিকুর রহমান রুমন
প্রকাশ: ২৪ জুলাই, ২০২২ ৫:৩২ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ত্রিশালে মৃত মায়ের গর্ভ ফেটে আলৌকিক ভাবে জন্ম নেওয়া সেই শিশুর দুই ভাই-বোনকে স্কুলে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নবজাতকের বোন জান্নাতুল ফেরদৌসিকে চতুর্থ শ্রেণি এবং ভাই এবাদল্লাহ এবাদতকে প্লে-শ্রেণিতে ভর্তি করা হয়।
গতকাল শনিবার (২৩ জুলাই) দুপুরে ত্রিশাল উপজেলার রায়মনি এলাকার আনোয়ারা কিন্ডার গার্ডেনে ওই শিশুদের ভর্তি করা হয়।খবরের সত্যতা নিশ্চিত করেছেন আনোয়ারা কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা গোলাপী বেগম।
এ সময় এই দুই শিশুদের নতুন বই, খাতা ও কলম কিনে দিয়ে তাদের ভর্তি করান কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন। এতে তার সাথে ছিলেন ছাত্রদল নেতা শরীফ উদ্দিন শিপন। পরে সে তারেক রহমানের পক্ষে সেই নবজাতকের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করে তাদের কাছে এক মাসের বাজার পৌঁছে দেন।
এর মধ্যে রয়েছে – চাল ডাল চিনি তেল মুরগি সহ নিত্য প্রয়োজনীয় সকল ধরনের সামগ্রী।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই নবজাতকের দুই ভাই-বোনের লেখাপড়া এবং তাদের পরিবারের দ্বায়িত্ব গ্রহন করেছেন। সে অনুযায়ী ওই শিশুদের স্কুলে ভর্তি করা হয়েছে। সেই সাথে নবজাতকের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন তিনি।
এর আগে ২০ জুলাই ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামে নিহত অন্তঃস্বত্ত্বা স্ত্রী-স্বামী ও মেয়ের কবর জিয়ারত করতে যান বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।তারা হলেন- বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য বিশিষ্ট্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) মো: আবদুস সাত্তার পাটোয়ারী।পরে প্রতিনিধি দলের সদস্যরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাদের সাথে দেখা করে নবজাতকের খোঁজ খবর নেন।
প্রসঙ্গত, গত শনিবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), তার স্বামী সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম (৪০) এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা।
এ সময় মালবাহি ট্রাকের একটি চাকা ওই অন্তঃসত্ত্বা নারীর বুকের উপর দিয়ে চলে গেলে পেট ফেটে অলৌকিক ভাবে জন্ম নেয় এক কন্যা সন্তান।
এ ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় দেশজুড়ে। যা বর্তমানে দেশের সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম খবর।
Please follow and like us:
20 20