আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৩
বিডি দিনকাল ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সন্মানিত এ্যাক্টিং চেয়ারপার্সন জনাব তারেক রহমান মহোদয়ের অনুমতিক্রমে গঠিত বৃহত্তর ফরিদপুর বিভাগের “করোনা রোগীর সহায়তা সেল-”
১। করোনা হেল্প লাইন নাম্বর-০১৭৬৫৪৮২৪৪৩ (রাজবাড়ী এবং ফরিদুরের জন্য ব্যবহার্য)
২। করোনা হেল্প লাইন নাম্বর- ০১৭০৮৪৪৭৮৩৭ (মাদারীপুর শরীয়তপুর এবং গোপালগঞ্জের জন্য)
করোনা রোগীর সহায়তা কার্যক্রম এর অধিক্ষেত্র এবং মৌলিক কার্যক্রম
অধিক্ষেত্র
(ক)‘করোনা রোগী সেল’ এর কার্যক্রম বৃহত্তর ফরিদপুর বিভাগের পাঁচটি জেলা যথা
(১) ফরিদপুর (২) রাজবাড়ী (৩) মাদারীপুর (৪) শরিয়তপুর এবং (৫) গোপালগঞ্জ জেলার
ভৌগলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকিবে।
যোগাযোগ
(খ) ‘ফরিদপুর বিভাগ করোনা রোগীর সহায়তা সেল’ একটানা চলমান থাকিবে এবং বিশেষ প্রয়োজনে স্ব স্ব জেলার এক বা একাধিক বিশেষ দ্বায়ীত্ব প্রাপ্ত নেতার মোবাইল ফোন নাম্বারে করোনা রোগী বা রোগীর অভিবাবক প্রয়োজনীয় সহযোগীতার জন্য মোবাইল ফোনে প্রয়োজনীয় সহযোগীতা এবং পরামর্শ প্রাপ্ত হইতে পারিবেন। এ ছাড়াও অত্র সেলের চিকিৎসকগনের নামের পাশে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও করোনা রোগী বা রোগীর কোন গার্জিয়ান যোগাযোগ করিয়া প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহন করিতে পারিবেন। উল্লেখ্য যে করোনা আক্রান্ত রোগীদের উল্লেখিত সহযোগীতা এবং পরামর্শ প্রদান কার্যক্রম ২৪ ঘন্টা চলমান থাকিবে।
কার্যক্রম
(গ) ‘ফরিদপুর বিভাগ করোনা রোগীর সহায়তা সেল-কোন প্রকারের চিকিৎসা সেবা প্রদানকারী বা করেনা রোগী পরীক্ষা কার্যক্রম পরিচালনাকারী কোন সংস্থা নহে। ‘ফরিদপুর বিভাগ করোনা রোগীর সহায়তা সেল’ একটি মানবিক সহায়তা সংস্থা হিসাবে করোনাকালীন সময় পর্যন্তু করোনা রোগে সনাক্ত হওয়া ডাক্তারের সনদধারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মী এবং সমাজের অসহায় যে কোন স্তরের দুস্থ সাধারন জনগণের জরুরী সেবা হিসাবে চিকিৎকের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সরবরাহ করা এবং বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট চিকিৎসাকারী ডাক্তারের পরামর্শ মোতাবেক অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করিবে। এ ছাড়াও ভয়ানক সংকটাপূর্ন কোন অতি অসহায় করোনা রোগীকে বিশেষ প্রয়োজনে এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরনের ব্যবস্থা করা হইবে। অত্র সেলের তালিকাভুক্ত কোন নেতা-কর্মী বা কোন স্বহৃদয়বান ব্যাক্তি স্বপ্রনোদিত হয়ে কোন প্রকারের কোন আর্থিক অনুদান বা অক্সিজেন সিলিন্ডার প্রদান বা করোনা সংশ্লিষ্ট কোন ঔষধপত্র প্রদান করিলে তাহা স্বশ্রদ্ধচিত্তে গ্রহন করা হইবে।
‘করোনা রোগীর সহায়তা সেল’ ফরিদপুর বিভাগের সার্বিক তত্ত্বাবধানকারী বা মোনিটরিং টিম সদস্য
১। শামা ওবায়েদ
সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর ফরিদপুর আঞ্চল)
২। সেলিমুজ্জামান সেলিম
সহ-সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর ফরিদপুর আঞ্চল)
৩। খন্দকার মাশুকুর রহমান মাসুক
সহ-সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর ফরিদপুর আঞ্চল)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
কেন্দ্রীয় নির্বাহী কমিটি-গুলশান ঢাকা।
“করোনা রোগীর সহায়তা সেল” ফরিদপুর বিভাগের উপদেষ্টা গ্রুপ
১। ডাঃ ফরহাদ হালিম ডোনার
সদস্য- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল।
২। ডাঃ রফিকুল ইসলাম
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
কেন্দ্রীয় নির্বাহী কমিটি-গুলশান ঢাকা
৩। ডাঃ হারুন আল রশিদ
সভাপতি-ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
কেন্দ্রীয় কমিটি,ঢাকা
৪। ডাঃ এম এ সালাম
সাধারন সম্পাদক ড্যাব।
ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
কেন্দ্রীয় কমিটি,ঢাকা
“করোনা রোগীর সহায়তা সেল” এর কার্যকরী কমিটি
১। ডাঃ কে এ জলিল -০১৮৯২৪৩৭৮৫
২। ডাঃ বাবর- ০১৭১২৬৮৫৭৪৯
৩। ডাঃ শামিম -০১৭১১১২৩৮৩১
৪। ডাঃ ফারুখ ০১৭১১০৪০১০৫
৫। ডাঃ লুৎফর রহমান -০১৭১২৭১০০৯৯
৬। ডাঃ মোকাদ্দেস হোসেন -০১৯৯৭৩২৩৭৬৬
৭। ডাঃ আমিন -০১৬৭০৭৬৯৮৭৭
৮। ডাঃ সুজন-০১৭১১৭১৭৩৯৭
৯। ডাঃ এরশাদ -০১৭০১০৭১৪৫০
১০। ডাঃ আলী-০১৭১১৮০৬৪২৭
১১। প্রত্যেক জেলার সভাপতি/আহ্বায়ক
১২। প্রত্যেক জেলার সেক্রেটারী /সদস্য সচিব
১৩। প্রত্যেক জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি /আহ্বায়ক
১৪। প্রত্যেক জেলার স্বোচ্ছা সেবক দলের সেক্রেটারী /সদস্য সচিব
১৫। প্রত্যেক জেলার যুব দলের সভাপতি/আহ্বায়ক
১৬। প্রত্যেক জেলার যুব দলের সেক্রেটারী /সদস্য সচিব
১৭। প্রত্যেক জেলার ছাত্র দলের সভাপতি/আহ্বায়ক
১৮। প্রত্যেক জেলার ছাত্র দলের সেক্রেটারী /সদস্য সচিব পদাধীকার বলে ‘করোনা রোগীর সহায়তা সেল’ ফরিদপুর বিভাগের সদস্য হিসাবে গন্য হইবেন।
১৯। বিশেষ প্রয়োজনে ‘করোনা রোগীর সহায়তা সেল’ ফরিদপুর বিভাগের সার্বিক তত্ত্বাবধানকারী বা মোনিটরিং টিম অত্র কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করিতে পারিবেন।
২০। ‘ফরিদপুর বিভাগ করোনা রোগীর সহায়তা সেল’ এর সকল সদস্য নিজ নিজ কাজের প্রতি যতœবান এবং দ্বায়ীত্বশীল থাকিবেন।
২১। ‘ফরিদপুর বিভাগ করোনা রোগীর সহায়তা সেল’ এর সকল সদস্যগন ‘ফরিদপুর বিভাগ করোনা রোগীর সহায়তা সেল’ এর তত্ত্বাবধানকারী মনিটরিং সেল এর নিকট দায়বদ্ধ থাকিবেন।
স্বাক্ষর স্বাক্ষর স্বাক্ষর
১। শামা ওবায়েদ ২। সেলিমুজ্জামান সেলিম ৩। খন্দকার মাশুকুর রহমান মাসুক
সাংগঠনিক সম্পাদক সহ-সাংগঠনিক সম্পাদক সহ-সাংগঠনিক সম্পাদক
কেন্দ্রীয় নির্বাহী কমিটি-গুলশান ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটি কেন্দ্রীয় নির্বাহী কমিটি —–Faridpur division corona help cell
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |