আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:৫৯
বিডি দিনকাল ডেস্ক :- লকডাউনে কর্মহীন হয়ে আত্মহত্যাকারী আশুলিয়ার হারুন-অর-রশিদ এর পরিবারের সাথে আজ সোমবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ডাঃ দেওয়ান সালাহ উদ্দিন বাবু’র নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময় তারা মৃত হারুন-অর-রশিদের স্ত্রী ও পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানান এবং তাদের হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে অর্থ সহায়তা নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
উল্লেখ্য, লকডাউনে আশুলিয়ার ধলপুর গ্রামের হারুন-অর-রশিদ এর ছোট হোটেল বন্ধ হয়ে গেলে পরবর্তীতে তিনি অন্য হোটেলে কর্মচারী হিসেবে কাজ নেন। সেই হোটেলও লকডাউনে বন্ধ হয়ে যায়। প্রেক্ষিতে অভাবের তাড়নায় ও ঋণ পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। গত ৬ জুলাই মঙ্গলবার হারুন-অর-রশিদ আত্মহত্যা করেন।
যেখানে অসহায় ,দুস্থ পরিবার সেখানে তারেক রহমান ।সাম্প্রতিক কালে তার এইসকল মানবিক কর্মকান্ডে বিএনপির নেতাকর্মীদের যেমন উজ্জীবিত করছে তেমনি এলাকার সাধারণ জনগণের কাছে ও অসহায় ,দুস্থ পরিবার গুলোর কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ব্যাপক প্রশংসিত হচ্ছেন ।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |