আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৫
এক পক্ষের বক্তব্য না শুনেই ৩০ সেকেন্ডের মধ্যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিয়েছেন হাইকোর্টের দুইজন বিচারপতি যথাক্রমে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের বেঞ্চ। আদেশে বিটিআরসি—কে নির্দেশ দেয়া হয়েছে যে, তারেক রহমানের সাম্প্রতিক দেয়া সব বক্তব্য অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে হবে। বিচাপতিদ্বয়ের এই আদেশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করা। হাইকোর্টের বিচারপতিদ্বয় জনাব তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে বিটিআরসি—কে যে নির্দেশ দিয়েছেন তা শেখ হাসিনার মনের ইচ্ছা ও তাঁকে খুশি করার জন্যই দেয়া হয়েছে।
প্রধান বিচারপতির কাছে অন্য আদালতে এই রিটটি বদলীর জন্য আবেদন করা হলেও সেটিকে গ্রাহ্য না করে আদালতের আদেশ দেয়া সম্পূর্ণরুপে ন্যায়বিচারকে পদদলিত করা। আদালতের এ ধরনের আদেশের নামে নিকৃষ্ট প্রহসন করা হয়েছে। বিচারপতিদের এই আদেশ শেখ হাসিনার আমলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আর বিন্দুমাত্র আস্থা রইল না। আদালতের এ ধরণের আদেশ ফ্যাসিজমের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ। যে দেশে আইনের শাসন নেই, যে দেশে ফ্যাসিবাদ সর্বত্র পরিব্যাপ্ত সেসব দেশ ছাড়া আদালতের এহেন বিবেকহীন পক্ষপাতমূলক রায় প্রদান নজীরবিহীন। এহেন অবিচারের আদালত শেখ হাসিনার বদৌলতেই প্রতিষ্ঠা লাভ করেছে। যে কারণে আমরা উচ্চ আদালতের বিচারপতিদের মুখ থেকে শুনতে পেয়েছি—তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। আজ সকালে হাইকোর্টের দু’জন বিচারপতির আদেশেও সেটি নগ্নভাবে ফুটে উঠেছে। আওয়ামী সরকার যেহেতু বিরোধী দলের কন্ঠস্বরকে চেপে রাখতে চায় সে কারণেই আদালতকে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতিকেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। মানুষের শেষ আশ্রয়স্থল আদালত এখন শেখ হাসিনা ও আওয়ামী দুবৃর্ত্তদের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
আমি দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে আজ হাইকোর্টের দু’জন বিচারপতির আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। PRESS BRIEFING OF BNP SR JOINT SECRETARY GENERAL-28 AUGUST 2023
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |