আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:৪৬
বিডি দিনকাল ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ২৪ অক্টোবর ২০২২ এ অনুষ্ঠিত ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সমূহ:
গত ২৪ অক্টোবর ২০২২ তারিখ, সোমবার, রাত ৮.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে
১. ড. খন্দকার মোশাররফ হোসেন
২. ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার
৩. মির্জা আব্বাস
৪. বাবু গয়েশ^র চন্দ্র রায়
৫. ড. আব্দুল মঈন খান
৬. জনাব নজরুল ইসলাম খান
৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৮. আমির খসরু মাহমুদ চৌধুরী
৯. বেগম সেলিমা রহমান
১০. জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নি¤েœ বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ১৭ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
২। সভায়, ২৪ অক্টোবর সিত্রাং নামক ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় প্রায় ৩০ জনের প্রাণহানী ও অসংখ্য বাড়ি-ঘর ধ্বংস, মৎস্য খামার ও ফসল বিনষ্ঠ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয় এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারদের যথাযথ ক্ষতিপূরণের দাবী জানানো হয়। দলের সকল স্তরের নেতা-কর্মীদের দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
৩। সভায়, চলমান আন্দোলনের অংশ হিসাবে ২২ অক্টোবর খুলনায় অনুষ্ঠিত সমাবেশের বিষয়ে আলোচনা হয়। সভায় আওয়ামী সন্ত্রাসীদের পদে পদে বাধা, হামলা, পুলিশের গ্রেফতারকে উপেক্ষা করে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য খুলনা বিভাগের বীর জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ২দিন পূর্বে সরকারী যোগসাজসে স্থলপথ ও জলপথ পরিবহণ ধর্মঘট আহ্বানের তীব্র নিন্দা জানানো হয়। কোনও বাস, ট্রাক, থ্রি হুইলার, লঞ্চ, নৌকা চলাচল করতে না দেওয়ার পরেও কর্মসূচীর আগের রাতেই সভাস্থলে সাহসী জনগণের অবস্থান এবং পরের দিন জনতার ঢলে পুরো খুলনা শহরে জনতার উত্তাল তরঙ্গ সৃষ্টির জন্য খুলনা মহানগরসহ সকল জেলা, পৌরসভায় দলের এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্র্মীদের ও জনসাধারণকে অভিনন্দন জানানো হয়। খুলনার সমাবেশ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হয়। সভায় সংবিধান সম্মত সমাবেশে সন্ত্রাসী হামলা, পূর্বের দিন এবং সমাবেশের দিন আওয়ামী লীগের সন্ত্রাসীদের সমাবেশ পন্ড করার হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি’র নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
আগামী সমাবেশ গুলোকে সফল করার লক্ষে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়।
৪। সভায়, জ¦ালানীর তীব্র সংকট সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীদের উদ্বেগ, জ¦ালানী উপদেষ্টার অসহায় মন্তব্যের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে সীমাহীন দূর্নীতি, অযোগ্যতা ও অব্যস্থাপনার কারনে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের মদদপুষ্ট গুটিকতক কোম্পানীকে সকল সুবিধা প্রদান, ইনডেমনিটি আইন প্রণয়ন, দেশে গ্যাস উত্তোলনে অনীহা, স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় এবং সর্বোপরি অর্থ লুঠ করে বিদেশে পাচারের কারনে রিজার্ভ এর পরিমান হ্রাস পাওয়ায় বর্তমান সংকটময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনির্বাচিত সরকারের কোথাও জবাবদিহিতা না থাকায় নজিরবিহীন দূর্নীতি চরম পরিস্থিতির দিকে নিয়ে গেছে। জ¦ালানী উপদেষ্টার মন্তব্য বিএনপি’র কয়েকটি প্রেস কনফারেন্স ও সেমিনারের বক্তব্যকেই প্রতিষ্ঠিত করেছে। জ¦ালানীর অপ্রাপ্যতা, বিদ্যুতের সরবরাহে চরম বিপর্যের সকল দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবী করা হয়।
৫। সভায়, বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাসে ২০২৩ সালে বিদেশী ঋণের পরিমান দাঁড়াবে ১১৫ বিলিয়ন ডলারে, ২০২২ সালে এই এই ঋণ পরিশোধই ব্যয় হবে ২৩ বিলিয়ন ডলার এই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভা মনে করে, অনির্বাচিত সরকারের গৃহীত তথাকথিত মেগা প্রজেষ্ট এবং প্রয়োজন নয় এমন সব প্রকল্প গ্রহণ, সুষ্ঠ কোনও পরিকল্পিত নীতি ব্যতিরেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ, আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থা গুলোকে এড়িয়ে ব্যক্তিস্বার্থে ঋণ গ্রহণ অর্থনীতিতে গভীর সংকট সৃষ্টি করেছে। এর দায়ভার নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত।
৬। সভায়, অর্থ বরাদ্দ না থাকায় ২০২২-২৩ অর্থ বছরে সামাজিক সুরক্ষা কর্মসূচী কার্যক্রম ‘বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী পরিত্যক্ত নিগৃহীত মহিলা ভাতার জন্য নতুন তালিকাভুক্তি বন্ধ করায় অনির্বাচিত সরকারের তীব্র সমালোচনা করা হয়। সমাজের দরিদ্র জনগোষ্ঠির সবচেয়ে অসহায় অংশ বয়স্ক ও বিধবা, স্বামী নিগৃহীত মহিলা। বর্তমান মূল্যস্ফীতির সময় এই কর্মসূচীতে নতুন তালিকা ভূক্তি বন্ধ করা অমানবিক। অবিলম্বে নতুন তালিকা ভূক্তি শুরু করার দাবী জানানো হয়।
৭। সভায়, বিস্তারিত আলোচনা শেষে সভাপতি উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |