- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- তারেক রহমান ঈদের নামাজ আদায় করেন লন্ডনের কিংস্টোন ষ্টেডিয়ামে
তারেক রহমান ঈদের নামাজ আদায় করেন লন্ডনের কিংস্টোন ষ্টেডিয়ামে
নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়
প্রকাশ: ৩ মে, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ
আলম হোসেন বেলজিয়াম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলেন। প্রায় তের বছর ধরে স্ত্রী ডাঃ জোবায়দা রহমান এবং একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ঈদের দিন সোমবার সকালের দিকে লন্ডনে কিংস্টোন ষ্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করেন তারেক রহমান। তারপর প্রবাসী বাংলাদেশী বিএনপি’র সর্বস্থরের নেতা কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও ইউরোপ আমেরিকা এশিয়াসহ বিভিন্ন দেশের বিএনপির নেতা কর্মীদের টেলিফোনে শুভেচ্ছা জানান । প্রিয় নেতা তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে উজ্জীবিত প্রবাসী বিএনপি নেতা কর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকের সাথে ঈদের কোলা-কোলি করেন এবং তাদের খোঁজখবর নেন।
ঈদের নামাজে তারেক রহমানের সাথে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সাধারণ সম্পাদক কয়সর আহমদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া দেশে বিদেশে সকল বাংলাদেশী এবং দলের নেতা-কর্মী সমর্থক শুভার্থী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
Please follow and like us:
20 20