- প্রচ্ছদ
-
- ঢাকা
- তারেক রহমান ও ডাঃ জুবাইদা রহমান’কে সাজা দেওয়ার শরীয়তপুরে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ
তারেক রহমান ও ডাঃ জুবাইদা রহমান’কে সাজা দেওয়ার শরীয়তপুরে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: ৪ আগস্ট, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি::আদালতকে নিয়ন্ত্রণ করে ফরমায়েশী রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জুবাইদা রহমান’কে সাজা দেওয়ার প্রতিবাদে শরীয়তপুর জেলা বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট ২০২৩) বিকেলে শরীয়তপুরম জেলা শহরের ধানুকা এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা বিএনপি’র কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, শরীয়তপুর পৌরসভা বিএনপি’র সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জাজিরা উপজেলার সভাপতি বজলুর রশীদ সিকদার, সাধারণ আক্কাস মাস্টার, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি হাশেম ঢালী, সাধারণ সম্পাদ বিএম মোস্তাফিজ মোস্তফা, গোসাইরহাট উপজেলার সাধারণ সম্পাদক নান্টু খান, পৌরসভার সভাপতি হাবিবুর রহমান ঘরামী, জেলা যুবদলের সবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবীর, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, সাধারণ সম্পাদক মোফাজ্জেল মোল্লা, জেলা জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন মোল্যা, সাধারণ সম্পাদক সুমন খান, বর্তমান সাধারণ সম্পাদক মনজুর হাসান, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্যা সহ জেলা, বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
Please follow and like us:
20 20